চলন্ত বাসে নার্সকে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে ফেনীতে মানববন্ধন

আপডেট : May, 13, 2019, 11:23 am

আলোকিত সময় ডেস্ক>>>

 

রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত নার্সিং অফিসার শাহীনুর আক্তার তানিয়াকে কিশোরগঞ্জে চলন্তবাসে ধর্ষণ করে হত্যার প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাত সমাবেশ আয়োযন করেছে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের কর্মরত নার্সিং ইনষ্টিটিউট। সোমবার বেলা ১২ টায় হাসপাতাল চত্বরে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন ফেনী জেলা সিভিল সার্জন ডা.মো.নিয়াতুজজামান, ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডাঃ দেলোয়ার হোসেন,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবু তাহের, উপ সেবা তত্তাবধায়ক ছালেহা ফারবিন,নার্সিং ইন্সট্রাক্টর ইনচার্জ দিলীপ কুমার নাথ। মানববন্ধনে বক্তারা বলেন, পৈশাচিক নির্যাতন চালিয়ে নাসিং অফিসার শাহীনুর আক্তারকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আমরা ধর্ষকদের ফাঁসির দাবি জানায়।এতে অংশ নেন হসপিটালের কর্মরত নার্স ও নার্সিং ইনষ্টিটিউট ছাত্রীরা।

উল্লেখ্য, ৬ তারিখ সোমবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুরের পিরিজপুর রুটে চলাচলকারী ‘স্বর্ণলতা’ পরিবহনের একটি চলন্ত বাসে নার্স শাহীনুর আক্তার তানিয়া ধর্ষণের শিকার হন। তাকে ধর্ষণের পর হত্যা করে লাশ বাস থেকে ফেলে দেয়া হয়। এ ঘটনায় তানিয়ার বাবা গিয়াসউদ্দিন বাদী হয়ে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় বাসচালক নূরুজ্জামান ওরফে নূর মিয়া (৩৮) ও হেলপার লালন মিয়াকে (৩২) গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ওই বাসের পিরিজপুর ও কটিয়াদীর দুই লাইনম্যানসহ আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।