সোনাগাজীর বগাদানায় আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিরিহ দিন মজুরের জমি জবর দখলের অপচেষ্টা

আপডেট : May, 27, 2019, 4:59 pm

জাবেদ হোসাইন মামুন->>>
সোনাগাজীর বগাদানা ইউনিয়নের বগাদানা গ্রামে আদালতের নিষেধাজ্ঞা ও পুলিশি বাধা উপেক্ষা করে মো. ইসমাইল নামে এক অসহায় দিনমজুরের ১১শতক জমি জবর দখলের পাঁয়তারা করছে প্রতিপক্ষের লোকজন। প্রতিপক্ষের লোকজন প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়না। ক্ষতিগ্রস্ত দিনমজুর ও এলাকাবাসী জানায়,
আউরারখিল মৌজার সাবেক দিয়ারা ৮৩৮ দাগ, বিএস ১৪০৯ দাগে ৭শতক, আন্দরে বিএস১১৮৫ দাগে ৮ শতক সহ মোট ১১শতক জমির মালিক দখলার ছিলেন দিনমজুর মো. ইসমাইলের পিতা নুরুল হক। পিতার মৃত্যুর পর ইসমাইল ওই জমির মালিক দখলকার হন। তার পিতার অবর্তমানে আবু তাহের, নুর আলম, জসিম উদ্দিন, মো. মফিজ, রফিক, দুলাল গং জমিগুলো জবর দখলের পাঁয়তারা শুরু করে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ইসমাইল ১৫জনকে বিবাদী করে ২০১৮ সালের ১০জুলাই আদালতে দেওয়ানী মামলা দায়ের করেন। এরপর কয়েকজন বিবাদী কিছুটা পিছু হঠলেও কয়েকজন বিবাদী এলাকার লাঠিয়াল ও সন্ত্রাসী শ্রেনির লোকদের সাথে হাত মেলায়। তার পরম্পর যোগসাজসে উক্ত জমি ফের জবর দখলে অপতৎপরতা চালায়। উপায়ন্ত না দেখে গত ১৩ মে আবুল বশর, আবু আহম্মদ, মো. মফিজ ও দুলালকে বিবাদী করে ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৬৩;১৯। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সোনাগাজীর সহকারি কমিশনার (ভূমি) এর নিকট প্রেরণ করেন এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সোনাগাজী মডেল থানার ওসিকে আদেশ দেন। আদালতের আদেশ মোতাবেক তর্কিত জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এএসআই সোলায়মান খানের নেতৃত্বে পুলিশদল ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে নোটিস প্রদান করেন। পুলিশ যাওয়ার পর আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আলা উদ্দিন গং উক্ত জমি জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করে জবর দখলের অপচেষ্টা চালায়। বাদী নিরুপায় হয়ে বিষয়টি পূণরায় সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন আহম্মেদকে অবহিত করেছেন।