হাজার হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দিয়েছিল বিএনপি-তথ্যমন্ত্রী

আপডেট : September, 8, 2019, 1:23 am

আলোকিত সময় ডেস্ক-

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘যারা দুর্নীতিতে দেশকে পরপর পাঁচবার চ্যাম্পিয়ন বানিয়ে বিশ্বসম্প্রদায়ের কাছে বাংলাদেশকে লজ্জিত করেছিলেন, তাদের পুরো রাজনৈতিক নেতৃত্ব যেখানে দুর্নীতিতে আকুণ্ঠ নিমজ্জিত ছিলেন।  দুর্নীতি নিয়ে প্রশ্ন করার অধিকার সেই বিএনপির নেই।  দুর্নীতিকে কঠোর হস্তে দমন করার জন্য সরকার কাজ করছে। ’তিনি বলেন, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া নিজে কালো টাকা সাদা করেছেন।  তাদের অর্থমন্ত্রীও কালো টাকা সাদা করেছিলেন।  তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে এফবিআই এসে বাংলাদেশে সাক্ষ্য দিয়ে গেছে।  যে কারণে তার ১০ বছর সাজা হয়েছে।  আরাফাত রহমানের দুর্নীতি সিঙ্গাপুরে ধরা পড়েছে।  সেটির সঙ্গে বালিশ আর পর্দা দুর্নীতির কোনো তুলনা হয় না।  এটি হচ্ছে সরকারি কর্মকর্তারা কিছু দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন।  তাদের বিরুদ্ধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

শনিবার দুপুরে চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউটে দেশে উন্নতি নয় বরং দুর্নীতির মহোৎসব চলছে বিএনপির এমন অভিযোগের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ সব কথা বলেন।  এর আগে চট্টগ্রামে রবি-দৃষ্টি বিতর্ক প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।