সরাইলে দেশীয় অস্ত্র সমর্পন ও দাঙ্গা মুক্ত সরাইল গড়ার শপথ

আপডেট : October, 24, 2019, 11:11 pm

নারায়ন চক্রবর্ত্তী সরাইল প্রতিনিধি

 

 

বৃহস্পতিবার বিকালে সরাইলের কালিকচ্ছ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের একটি বেসরকারি স্কুলের মাঠে এই অস্ত্র সমর্পন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান শরাফত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলের সাবেক সংসদ সদস্য বিশিষ্ট কলামিস্ট এড, জিয়াউল হক মৃধা, প্রধান বক্তা ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো। দুলাল চন্দ্র সূত্রধরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরাইল উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রোকেয়া বেগম, থানার তদন্ত অফিসার নূরুল হক, অহিদুজ্জামান লস্কর অপু,বক্তব্য রাখেন, ওয়ার্ড মেম্বার অরবিন্দু দত্ত,কাচু মিয়া হাফিজ মিয়া, উজ্জল, বিল্লাল প্রমূখ,এসময় এলাকার লোকজন তাদের কাছে থাকা দেশীয় অস্ত্র, দা,লাঠি, বল্লম,টেটা,প্রধান অতিথি এবং উপজেলার আইন শৃঙ্খলা রক্ষার দ্বায়িত্বে থাকা থানার অফিসার ইনচার্জের নিকট সমর্পন করেন। এবং এলাকাবাসীকে দাঙ্গা প্রবনতা থেকে বেরিয়ে অাসতে শিক্ষার উপর জোড় দেয়ার অনুরোধ জানান,যুব সমাজের প্রতি অনুরোধ করে বলেন তারা যাতে এলাকায় কোন মাদক সেবী,বা ব্যাবসায়ি,জুয়ারী কে প্রশ্রয় দেয়া না হয় আইন শৃঙ্খলা বাহিনিকে যাতে অবহিত করা হয়,তিনি হুশিয়ার উচ্চারণ করে বলেন তারপরও যদি কেউ অামার অনুরোধ না রাখেন তাহলে তাদের বিরুদ্ধে বিন্দু পরিমান ছাড় দেয়া হবে না। উপস্থিত সকলকে দাঙ্গা মুক্ত এলাকা গড়া প্রত্যয়ে শপথ বাক্য পাঠ করানো হয়।