দাগনভূঞার দেবরামপুর জাহানারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে ঝুঁকিপূর্ণ পাঠদান

আপডেট : October, 29, 2019, 11:49 pm

স্টাফ রিপোর্টার->>>

প্রাথমিক বিদ্যালয় হলো শিশুদের জন্য শিক্ষার প্রবেশদ্বার। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সরকারের নতুন ভবন নির্মাণ কার্যক্রম প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু কিছু এলাকায় পর্যাপ্ত তদারকির অভাবে এখনও ছাত্র-ছাত্রীদেরকে জরাজীর্ণ ভবনে ঝুঁকিপূর্ণ পাঠদান করানো হচ্ছে।

উল্লেখ্য, ফেনীর দাগনভূঞা উপজেলার ৫ নং ইয়াকুবপুর ইউনিয়নের দেবরামপুর জাহানারা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি তার অন্যতম উদাহরণ। স্কুলের ছাত্র-ছাত্রী সংখ্যা প্রায় ২০০। এটি ১৯৭৭ সালে জাতীয়করণ করা হয়। ১৯৮৯ সালে নির্মিত আধাপাকা ভবনটি বৃষ্টি হলে শ্রেণি কার্যক্রম চালানো সম্ভব হয় না। এর টিনের চালাটি নষ্ট হয়ে গিয়েছে। এই ভবনে শিক্ষকদের অফিস কক্ষের দেয়ালের ওপরের অংশে ফাটল তৈরি হয়েছে। এমনকি বারান্দার পিলারগুলোর কিছু অংশ ভাঙা। যেকোন সময় ভবনটি ভেঙে পড়ার আশংকা রয়েছে। স্কুলের দ্বিতীয় ভবনে মাত্র দুটি কক্ষ। একটি টিনের বেড়া দিয়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণির পাঠদান করানো হয়। তাতে শব্দ দূষণের কারণে ছাত্র-ছাত্রীদের পাঠে মনোযোগ নষ্ট হয়। নড়বড়ে বেঞ্চ আর আসবাবপত্র দিয়ে চলছে পাঠদান। বর্ষাকালে একটু বৃষ্টি হলেই দুই ভবনের মাঝে মাঠে পানি জমে। এক ভবন থেকে অন্য ভবনে যাবার রাস্তাও পাকা করা হয়নি। ফলে তখন হাঁটাচলায় শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের দুর্ভোগের সীমা থাকে না। স্কুলের জরাজীর্ণ ভবনটি ভেঙে নতুন ভবন ও রাস্তা নির্মাণ অত্যন্ত জরুরী।