দাগনভূঞায় রাতের খাবার খেয়ে অজ্ঞান  দুই পরিবারের ৮ জন সদস্য

আপডেট : November, 4, 2019, 11:20 pm

আলোকিত সময় ডেস্ক->>>

রবিবার রাতে উপজেলার জায়লস্কর ইউনিয়নের বারাহি গোবিন্দ গ্রামে ছেরাজ মিয়ার বাড়িতে ওই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান,রান্না ঘরে খাদ্যের সাথে বিষাক্ত দ্রব্য প্রয়োগ করেছিল কেউ। সেই খাবার খেয়ে অজ্ঞান হন ৮ জন। আহতরা হলেন- মুজিবুল হক (৬০) পিতা আব্দুল মালেক, মুজিবুল হকের স্ত্রী ,ছেলে রাকিবসহ ২মেয়ে আহত হয়। আতাউর রহমান(৬০)পিতা আব্দুল ওয়াদুদ স্ত্রী পারুল আক্তার,মমতাজ বেগম, তমা।

মুজিবুল হক এর ছেলে শাহরান জানায়, রবিবার রাতে অজ্ঞান হওয়ার পর সোমবার সকালে বাড়ির অন্যান্য লোকজন তাদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতাল নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক আক্রান্তদের হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে।

স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম মানিক জানান, বাড়ির সদস্যদের অজ্ঞান করে ৯ ভরি স্বর্ণ সহ মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এনিয়ে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আবু তাহের জানান, খাদ্যে বিষাক্ত দ্রব্য প্রয়োগ করা হয়েছে। আক্রান্তদের চিকিৎসা চলছে। আর একদিন থাকলে সুস্থ হয়ে বাড়ি ফিরে যেতে পারবে। দাগনভূঞা থানার ওসি মোঃ আসলাম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার ক্লু উদঘাটনে পুলিশ কাজ করছে।