সোনাগাজীতে পাকা ধান নষ্ট করার প্রতিবাদ করায় কৃষককে কুপিয়ে আহত

আপডেট : November, 19, 2019, 2:20 pm

জাবেদ হোসাইন মামুন->>>

ফেনীরসোনাগাজীতে পাকা আমনধাননষ্টকরারপ্রতিবাদকরায় আবু বক্করছিদ্দিক নামে এক কৃষককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতরআহত করেছে দুর্বৃত্তরা। উপজেলার চরচান্দিয়া ইউনিয়নেরদক্ষিণপূর্ব চরচান্দিয়া গ্রামেরলতিফইঞ্জিনিয়ারেরবাড়ির পাশে ১৮ নভেম্বরসোমবারদুপুরদেড়টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তপরিবার, পুলিশ ও এলাকাবাসী জানায়,

মজল হক টেন্ডল বাড়ির মজল টেন্ডলের ছেলে আবু বক্কর ছিদ্দিক লতিফ ইঞ্জিনিয়ার বাড়ির পাশে নিজের জমিতে আমন ধান রোপন করেন। ওই বাড়ির শফি উল্যাহ ও তার ছেলে নয়ন প্রতিহংসা বশত হাঁস, মুরগী ও গরু দিয়ে প্রতিয়ত পাকা ধান গুলো নষ্ট করে আসছে। সোমবার দুপুরে ধান ক্ষেতে হাঁস, মুরগী ও গরু পড়তে দেখে আবু বক্কর ছিদ্দিক প্রতিবাদ করেন। এসময় শফি উল্যাহ, তার বখাটে ছেলে মো. নয়ন লাঠি, লোহার রড দিয়ে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আবু বক্কর ছিদ্দিককে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে তার ছেলে নূর উদ্দিন বাদি হয়ে সোনাগাজী মডেল থানায় শফি উল্যাহ ও নয়নের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।