চরচান্দিয়ার হাদি মোল্লা তার ছেলে মামুনের অত্যাচার থেকে রেহায় চান অসহায় আইয়ুব আলী

আপডেট : December, 21, 2019, 2:08 pm

সাংবাদদাতা->>> সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের মধ্যম চরচান্দিয়া গ্রামের মামলাবাজ মো. আবদুল হাদী মোল­া তার ছেলে মো. মামুন সহ ভাড়াটে সন্ত্রাসীদের মিথ্যা মামলায় হয়রানি, অত্যাচার ও নির্যাতন থেকে রেহাই পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় কৃষক মো. আইয়ুব আলী। হাদী মোল­ার চরম অত্যাচার ও নির্যাতনে দিশেহারা হয়ে পড়েছেন আইয়ুব আলী ও তার পরিবারের সদস্যরা। ক্ষতিগ্রস্ত আইয়ুব আলী ও এলাকাবাসী জানান, ২০১৫ সালে আইয়ুব আলীর শাল্যক চর সাহাভিকারী গ্রামের বাসিন্দা আবুধাবী প্রবাসী জামাল উদ্দিনের সাথে বিয়ে হয় মধ্যম চর চান্দিয়া গ্রামের আব্দুল হাদী মোল­ার কন্যা সুমনা আক্তারের। বিয়ের দুই বছরের মাথায় জামাল উদ্দিনের কাছ থেকে হাদী মোল্লা ও তার কন্যা প্রতারণার আশ্রয় নিয়ে ১৫/২০ লাখ টাকা আত্মসাত করে। গত এক বছর পূর্বে জামাল তার পাওনা টাকা চাইলে হাদী মোল্লা কন্যা জামাল উদ্দিনের সংসার করবে না বলে জানিয়ে দেন। বিনা কারণে সংসার ভাঙ্গা এবং শ্যালকের আত্মসাতকৃত টাকার ব্যাপারে জানতে চান আইয়ুব আলী। এক পর্যায়ে প্রবাসী জামাল উদ্দিন, তার ভগ্নিপতি আইয়ুব আলী, মা ও বোন সহ ৫ জনকে আসামি করে ফেনীর আদালতে একটি মামলা দায়ের করেন হাদী মোল্লার কন্যা সুমনা আক্তার। আদালত ৩ জন আসামীকে অব্যাহতি দিলেও আইয়ুব আলী ও তার শ্যালক জামাল উদ্দিন ওই মামলায় হাজিরা দিতে হচ্ছে। বিগত ৭/৮ মাস পূর্বে হাদী মোল্লা, তার ছেলে মো. মামুন ও ১৫/২০ জন ভাড়াটে সন্ত্রাসী এনে আইয়ুব আলীর বাড়ির চলাচলের রাস্তা কেটে ব্যাপক ক্ষতি সাধন করেন। এ ব্যাপারে আইয়ুব আলী বাদি হয়ে ৪ জনকে আসামি করে ফেনীর আদালতে মামলা দায়ের করেন। মামলাটি আদালতে বিচারধীন রয়েছে। এছাড়া তার বসতবাড়ির বেশ কয়েকটি গাছ কেটে ক্ষতি ব্যাপক ক্ষতিসাধন করে হাদি মোল­া ও তার ভাড়াটে সন্ত্রাসীরা। গত ১১ ডিসেম্বর আইয়ুব আলীর মালিকীয় ভেড়ার খামার ভেঙ্গে ৬টি ভেড়া লুটে নেয় হাদী মোল্লা ও তার ভাড়াটে সন্ত্রাসীরা। হাদী মোল্লা জনৈক আত্মীয়ের কথিত গরু চুরির অভিযোগ এনে হাদী মোল্লা বাদি হয়ে আইয়ুব আলীর বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করে তাকে পুলিশি হয়রানি করে। পুলিশ ঘটনাটি তদন্ত করে আইয়ুব আলীর সংশ্লিষ্টতা না পাওয়ায় আইয়ুবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেতে পারেননি। পান থেকে চুন খসলে হাদী মোল্লা ও তার ভাড়াটে সন্ত্রাসীরা আইয়ুব আলীকে কথায় কথায় গালমন্দ করেন। প্রকাশ্য দিবালোকে আইয়ুব ও তার পরিবারের সদস্যদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে হাদী মোল্লা গং। হাদী মোল্লা ও তার ভাড়াটে সন্ত্রাসীদের অব্যাহত হামলা, মামলা, অত্যাচারে ও নির্যাতন থেকে রেহাই পেতে আইয়ুব আলী জেলা প্রশাসন, পুলিশ সুপার ও র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।