সোনাগাজীতে আ.লীগ সভাপতি মফিজুল হকের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার ভূমি জবরদখল করে রাখার অভিযোগ

আপডেট : December, 27, 2019, 8:27 am

সংবাদদাতা->>>ফেনীর সোনাগাজী উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক মফিজুল হকের বিরুদ্ধে ক্ষমতার দাপট দেখিয়ে শফি উল্যাহ মোডল নামে এক মুক্তিযোদ্ধার ২০ শতক ভূমি জবর দখল করে রাখার অভিযোগ পাওয়া গেছে। তার বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় ভূমি জবরদখল করে হুমকি দেয়ার অভিযোগে নিরাপত্তা চেয়ে অভিযোগ দায়ের করেছেন সোনাগাজী সদর ইউনিয়নের পশ্চিম সুজাপুর গ্রামের পাটোয়ারী বাড়ির মরহুম মুক্তিযোদ্ধা শফি উল্যাহর মোডলের ছেলে মো.সালাহ উদ্দিন। তিনি ২৪ ডিসেম্বর এই অভিযোগ দায়ের করেন। সোনাগাজী মডেল থানার এস.ডি.আর. নং-১৬১৪, তাং-২৪-১২-২০১৯খ্রি.। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, তার পিতা মুক্তিযোদ্ধা শফি উল্যাহ মোডল আমৃত্যু সোনাগাজী সদর ইউনিয়নের ৬ ওয়ার্ড  আ.লীগের সভাপতি ছিলেন। তিনি মরণব্যধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চলতি বছরের ২৭ নভেম্বর ভোরে মৃত্যুবরণ করেন। একই দিন দুপুরে তাকে রাষ্ট্রীয় মর্যদায় পারিবারিক কবরাস্থানে দাফন করা হয়। শফি উল্যাহ মোডল মায়ের ওয়ারিশ হিসেবে চরচান্দিয়া মৌজার সাবেক ৮২০৫ দিয়ারা ৩৪৩৮ দাগে ৪৫ শতক, দিয়ারা ৩৪২৯ দাগে ১২ শতক, সাবেক ৮২০৬/৮২০৮ দাগে দিয়ারা ৩৪৩২ দাগে ৪০ শতক একুনে ১১৮ শতক জমি বন্টনের মামলায় চূড়ান্ত ডিক্রিপ্রাপ্ত হন। ফেনীর সাব জজ আদালত ০২/১৯৮৩ নং দেওয়ানী মামলার রায় ও ডিক্রিজারি মূলে ১১৮ শতক জমির মধ্যে ৩৪৩২দাগে ৪০শতক ও ৩৪২৯ দাগে ১২শতক ভূমির মালিক ও ভোগ দখলকার হিসেবে শফি উল্যাহ মোডলের নামে ২০১৮ সালের ৮আগস্ট ১৭৮৬ নং জমাখারিজ খতিয়ান সৃজন হয়। উক্ত ভূমি আ.লীগ নেতা মফিজুল হকের বাড়ির পাশে হওয়ায় বিগত কয়েক মাস পূর্বে তিনি দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে উক্ত ভূমির আংশিক অংশে পাকা দেয়াল নির্মাণের চেষ্টা করেন। তখন শফি উল্যাহ বাধা দিলে তাকে হুমকি দেন। তখন তিনি ফেনীর আদালতে একটি মামলা দায়ের করেন। তার মৃত্যুর পর মামলাটি তুলে নিতে তার সন্তানদেরকে হুমকি দেন মফিজুল হক। শফি উল্যাহ মোডলের সন্তানরা বিষয়টি নিয়ে ফেনী-৩ আসনের সাংসদ লে.জেনারেল অব. মাসুদ উদ্দিন চৌধূরীর দ্বারস্থ হলে তিনি থানায় অভিযোগ দিতে বলেন। উক্ত ভূমি দখলমুক্ত ও জীবনের নিরাপত্তা চেয়ে শফি উল্যাহ মোডলের ছেলে মো. সালাহ উদ্দিন বাদি হয়ে অধ্যাপক মফিজুল হককে এক মাত্র আসামি করে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন। এ ব্যপারে জানতে  অধ্যাপক মফিজুল হকের মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন আহমেদ মফিজুল হকের বিরুদ্ধে লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে। তবে হুমকির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।