ফেনীতে আশা’র শিক্ষাসেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : January, 9, 2020, 12:40 am

জাবেদ হোসাইন মামুন->>>
বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র ফেনী জেলা শাখার উদ্যোগে ফেনীতে বুধবার দিনব্যাপী শিক্ষাসেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ফেনী শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আশা’র কুমিল্লা বিভাগীয় ব্যবস্থাপক আবদুর রহমানের সভাপতিত্বে ও কুমিল্লার অতিরিক্ত বিভাগীয় ব্যবস্থাপক একেএম সেলিম আল রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাম্মৎ সুমনী আক্তার, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুর রহমান। সম্মেলনে আশা’র ফেনী জেলার ব্যবস্থাপক তাজুল ইসলাম আশা’র দেশব্যাপী কর্মসূচীর সচিত্র প্রতিবেদন তুলে ধরেন। তিনি জানান, আশা দারিদ্র বিমোচনে ঋণ কর্মসূচীর পাশিপাশি প্রাথমিক শিক্ষাকে শক্তিশালীকরণের লক্ষ্যে ২০১১ সাল থেকে দেশের ২০টি জেলার ২০টি ব্রাঞ্চে শিক্ষা কর্মসূচী চালু করে। বর্তমানে ৬৪ জেলায় এক হাজার ২৫০টি ব্রাঞ্চে ১৮হাজার শিক্ষা কেন্দ্রে ৫ লক্ষাধিক শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সহয়তা পাচ্ছে। ২০২০ সাল থেকে ৪৭জেলার ৬০টি ব্রাঞ্চের ৯০০শিক্ষা কেন্দ্রে শিশু-৫ম শ্রেনি পর্যন্ত পাঠদান কার্যক্রম চালু করা হয়েছে। ফেনী জেলার ২৮টি ব্রাঞ্চের মধ্যে ৬টি ব্রাঞ্চ শিক্ষা কার্যক্রম চলছে। ফেনী জেলায় ৯০টি শিক্ষা কেন্দ্রে ২ হাজার ৩৯৬ জন শিশু শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সহায়তা পাচ্ছে। দারিদ্র ও শিক্ষাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়াতে আশা’র এই কার্যক্রম বলে তিনি জানান। কর্মশালায় আশা’র প্রাথমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক বৃন্দ, সুপারভাইজার বৃন্দ, ব্রাঞ্চ ব্যবস্থাপক বৃন্দ ও সাংবাদিক বৃৃন্দ অংশগ্রহন করেন।