প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোরআন ও হাদীস বান্ধব ধর্মভীরু একজন মানুষ, আলহাজ্ব এসডিএম দিদার

আপডেট : January, 10, 2020, 2:43 am

জাবেদ হোসাইন মামুন->>>
মীরপুর থানা আ.লীগের সহ-সভাপতি, সোনাগাজীর কৃতি সন্তান আলহাজ্ব এসডিএম দিদার বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোরআন ও হাদীস বান্ধব ধর্মভীরু একজন মানুষ। তিনি বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী হিসেবে ইসলাম শিক্ষাকে যুগোপযোগী করে গড়ে তুলতে নানা পদক্ষেপ গ্রহন করেছেন। সারা দেশের মুসলমানদের ইবাদত বন্দেগী নির্বিঘ্ন করতে তিনি দেশব্যাপী ৫৬০টি মডেল মসজিদ নির্মাণের কাজ শুরু করেছেন। দেশব্যাপী বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় আগের তুলনায় সরকারি অনুদান বহুগুণ বৃদ্ধি করে দিয়েছেন। তিনি পাঁচ ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ আদায় ও নিয়মিত কোরআন তেলাওয়াত করেন। তার সফল নেতৃত্বের কারণে দেশের মানুষ আজ শান্তিতে বসবাস করতে পারছে। তার জন্য সবাই দোয়া করতে হবে। মহান আল্লাহ তা’লা তাকে যেন নেক হায়াত দান করেন। তাফসীর মাহফিলে কোরআন হাদীসের আলোকে হুজুরদের দেয়া বক্তব্য শ্রবণ করে সে অনুযায়ী আমল করতে হবে। ধর্মীয় অনুশাসন মেনে প্রতিটি মুসলমান যদি তাদের প্রার্থীব জীবন গড়ে তুলে তাহলে সমাজে কোন অনাচার আর অশান্তি থাকবেনা। ওয়াজ শুনে সে অনুযায়ী আমল না করলে সে ওয়াজ শুনে কোন কাজে আসবেনা। ওয়াজ শুনে সে অনুযায়ী আমল করলে দুনিয়া ও আখেরাতের জীবন পরিপূর্ণ হবে। প্রতিটি মুসলমানের উচিৎ কোরআন হাদীসের আলোকে নিজদের জীবন গড়ে তোলা। মদ, জুয়া ও সন্ত্রাস থেকে যুবসমাজকে দূরে থাকতে হবে। বিশ্বে আজ যুদ্ধের দামামা বাজছে। এক মুসলমান অপর মুসলমানের জন্য দোয়া করতে হবে। সব মুসলমান একে অপরের বিপদে-আপদে ঐক্যবদ্ধ থাকতে হবে। ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) রাতে সোনাগাজী সদর ইউনিয়নের মধ্যম সুজাপুর বায়তুননূর শাহী জামে মসজিদ ও যুবসমাজের উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেছেন। সমাজ সেবক খুরশিদ আলম ভূঞার সভাপতিত্বে ও এটিএম কাউছারের সঞ্চালনায় অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান মোফাসসির হিসেবে বয়ান করেন টিভি আলোচক ও কুমিল্লা সদরের নবী নেওয়াজ জামে মসজিদের খতিব মাও. মো. বেলাল হোসাইন হেলালী। বিশেষ মোফাসসির হিসেবে বয়ান করেন ফেনী শহরের নাজির রোডের বায়তুল হক জামে মসজিদের খতিব মাও. মুফতি আবদুল হান্নান, সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার আরবী প্রভাষক, টিভি আলোচক মাও. হারুনুর রশিদ, সুজাপুর বায়তুল জান্নাত মসজিদের খতিব মাও. মো. মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন ফেনী প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক জাবেদ হোসাইন মামুন, ইউপি সদস্য ইমাম হোসেন গঠন ও সেনা কর্মকর্তা জাহেদুল আলম রতন। বিকাল ৩টা থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত যথাযত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে মাহফিল চলে। মাহফিলে হাজারো ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। মাহফিল এন্তেজামেয়া কমিটিতে থেকে মাহফিল সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতা করেন মো. মিজানুর রহমান, রেজাউল করিম, কাজী নজরুল ইসলাম, শহীদুল ইসলাম টিটু, মো.আসাদুজ্জামান, নূরুল অফছার, বুনাই, ও মো. ইলিয়াছ সহ আরো অনেকে।