নবাবপুরে কলেজ ছাত্রকে হত্যার চেষ্টা, প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতার ২

আপডেট : January, 15, 2020, 9:17 pm

জাবেদ হোসাইন মামুন->>>সোনাগাজীতে এলাকায় আধিপাত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে মো. রাসেল (১৮) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা। আহত কলেজ ছাত্র আমিরাবাদ বিসি লাহা স্কুল এন্ড কলেজের একাদশ দ্বিতীয় বর্ষের ছাত্র ও ৭নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। উপজেলার নবাবপুর ইউনিয়নের নবাবপুর বাজারের দক্ষিণ পাশে মা স্টুডিওর সামনে রাস্তার উপর মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে মামলার এজাহার ভুক্ত আসামি নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ইস্রাফিল ভূঞা রাজু ও মোশারফ হোসেন দুলাল নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

ক্ষতিগ্রস্ত পরিবার, এলাকাবাসী ও পুলিশ জানায়,    নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক ইস্রাফিল ভূঞা রাজু, তার সহযোগি জুলহাস উদ্দিন বোরহান দলীয় প্রভাব খাটিয়ে এলাকায় আধিপাত্য বিস্তার করে নানা অপকর্মে লিপ্ত হয়। তাদের অপকর্মের প্রতিবাদ করে এলাকায় ছাত্রলীগের সাধারন কর্মীদের নিয়ে খেলাধূলা সহ নানা সামাজিক কর্মকান্ডে আধিপাত্য বিস্তার শুরু করে কলেজ ছাত্র মো. রাসেল। সে আগামীতে ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রার্থী হবে বলে এলাকায় ঘোষণা দিলে রাজু ও বোরহান গংদের সাথে তার বিরোধ দেখা দেয়। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রাসেল তার প্রিয় বিদ্যাপীঠ আমিরাবাদ বিসি লাহা স্কুল এন্ড কলেজ মাঠে খেলা ধূলা শেষে বাড়ি ফেরার পথে নবাবপুর বাজারের মা স্টুডিওর সামনে গেলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা জুলহাস উদ্দিন বোরহান,  ইস্রাফিল ভূঞা রাজু, মোশারফ হোসেন দুলাল, মো.রাকিব ও রনি আহম্মদ সহ অজ্ঞাতনামা  ৪-৫জন সশস্ত্র সন্ত্রাসী রাসেলের উপর হামলা করে। তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার চেষ্টা চালায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে রাসেলের পিতা মো. নাছির উদ্দিন বাদি হয়ে ৫জনের নাম উল্লেখ করে ও ৪-৫জন কে অজ্ঞাত আসামি করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন। সোনাগাজী মডেল থানার মামলা নং-০৯, তাং- ১৫-০১-২০১৯খ্রি.। এঘটনার প্রতিবাদে দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবিতে বুধবার দুপুরে আমিরাবাদ বিসি লাহা স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা নবাবপুর বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে। সোনাগাজী মডেল থানার ওসি মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় ইস্রাফিল ভূঞা রাজু ও মোশারফ হোসেন নামে দুই এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মোতালেব চৌধুরী রবিন জানান, মাদক ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসী জুলহাস উদ্দিন বোরহানের নেতৃত্বে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. রাসেলের উপর হামলা চালানো হয়েছে। এ সময় ছাত্রলীগ নেতা রাজুও ঘটনাস্থলে ছিল বলে শুনেছি। তার ব্যাপারে ইতোমধ্যে জেলা ছাত্রলীগ নেতাদের সাথে আলোচনা হয়েছে। ফেনীর আওয়ামী রাজনীতির অভিভাবক নিজাম উদ্দিন হাজারী এমপি দেশে ফিরলে আলোচনা করে রাজুর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে পুলিশ তাকে গ্রেফতার করেছে।