ফেনী‌তে অরাজ‌নৈ‌তিক আন্দোলন হেযবুত তওহীদের ২৫ তম প্র‌তিষ্ঠা বা‌র্ষিকী পা‌লিত

আপডেট : February, 17, 2020, 12:30 am

প্রেস বিজ্ঞপ্তি->>>

র‌বিবার বিকাল ৪ ঘ‌টিকায় হেযবুত তওহী‌দের ফেনী জেলা কার্যাল‌য়ে, ফেনী জেলা হেযবুত তওহী‌দের আয়োজ‌নে ২৫ তম প্র‌তিষ্ঠা বা‌র্ষিকীর কেক কাটার ম‌াধ্যমে রজতজয়ন্তী পা‌লিত হয়। উক্ত অনুষ্ঠা‌নে সভাপ‌তিত্ব ক‌রেন ফেনী জেলা হেযবুত তওহী‌দের সভাপ‌তি নুরুল আফসার সোহাগ, প্রধান অ‌তি‌থি হিসে‌বে উপ‌স্থিত ‌ছি‌লেন ফেনী জেলা আইনজী‌বি স‌মি‌তির সা‌বেক সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম।

সভাপ‌তি তার বক্ত‌ব্যে ব‌লেন ১৬ ফেব্রুয়ারি ১৯৯৫ সালে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের উত্তরসূরী এমামুয্যামান মোহাম্মদ বায়জীদ খান পন্নী প্রতিষ্ঠা করেছিলেন হেযবুত তওহীদ। প্রতিষ্ঠার পর থেকে বহু ঘাত প্রতিঘাত ও চড়ায় উৎরাই পেরিয়ে হেযবুত তওহীদ আজ জনতার আন্দোলনে পরিণত হয়েছে।

মিথ্যায় ভরা সমাজে সত্য প্রকাশ করা অত্যন্ত ঝুঁকির কাজ, বিশেষ করে তা যদি হয় ধর্মের নামে প্রচলিত বিকৃতির বিরুদ্ধে। তবে সমস্ত ঝুঁকি, নির্যাতন ও অপপ্রচারের পাহাড় ডিঙিয়ে ইতোমধ্যেই হেযবুত তওহীদ তার সহজ সরল কিন্তু শক্তিশালী আদর্শের দ্বারা দেশের সর্বস্তরের জনগণের চিন্তার জগতে অভূতপূর্ব সাড়া জাগাতে সক্ষম হয়েছে। মানবতার সংকটের বিরুদ্ধে হেযবুত তাওহীদের কর্মীদের সংগ্রাম চলবে। হেযবুত তওহীদের কর্মীদের নিরলস পরিশ্রমের ফলে মিথ্যার কালো মেঘ কেটে গিয়ে সত্যের সূর্যালোক ছড়িয়ে পড়বে দিকে দিকে।

হেযবুত তওহীদের পক্ষ থেকে রজতজয়ন্তীর শুভেচ্ছা গ্রহণ করুন।

উক্ত অনুষ্ঠা‌ন উদ্বোধন ক‌রেন হিউম্যান রাইটস রি‌ভিউ সোসাই‌টির কেন্দ্রীয় অ‌তি‌রিক্ত নির্বা‌হী প‌রিচালক কা‌জী মিজানুর রহমান মিস্টার।

‌বিশেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ফেনী প্রেসক্লাবের প্রচার সম্পাদক, দৈ‌নিক যুগান্তর প‌ত্রিকার সোনাগা‌জী উপ‌জেলা প্রতি‌নি‌ধি ও সাপ্তা‌হিক বৈকালী পত্রিকার নির্বা‌হী সম্পাদক জা‌বেদ হোসাইন মামুন। অ‌তি‌থিরা তা‌দের বক্ত‌ব্যে ব‌লেন বাংলা‌দে‌শে প্রধান রাজ‌নৈ‌তিক দলগুলোর বা‌হি‌রে অনেকগু‌লো ইসলা‌মিক দল আছে, তারা কেউ ধর্ম নি‌য়ে রাজনী‌তি কর‌ছে, কেউ জ‌ঙ্গিবা‌দী কর্মকান্ড ঘটা‌চ্ছে, কেউ হরতাল অব‌রোধ ও ভাংচুর কর‌ছে, কেউ সম্প্রদা‌য়িকতা‌কে উস্কে দি‌চ্ছে। আমরা সাংবা‌দিক, আইনজী‌বি, মানবা‌ধিকার নেতা আমরা ভাবছিলাম হেযবুত তওহীদও ঐ দলগু‌লোর ম‌তো এক‌টি উগ্রবা‌দি দল হ‌বে। কিন্তু আমরা প্রায় ২০ বছর থে‌কে ফেনী‌তে তা‌দের মামলা প‌রিচালনা কর‌তে গি‌য়ে, সংবাদ প্রচার কর‌তে গি‌য়ে, মানবা‌ধিকার লঙ্ঘন হ‌চ্ছে কিনা যাচাই কর‌তে গি‌য়ে দেখলাম যে, না হেযবুত তওহীদ সমা‌জে মানবতা প্র‌তিষ্ঠার কথা বল‌ছে, সম্য প্র‌তিষ্ঠার কথা বল‌ছে, মারামা‌রি-কাটাকা‌টি বন্ধ ক‌রে শ‌ন্তি পূর্ণ সমাজ বি‌নির্মা‌নের কথা বল‌ছে, প্রকৃত ইসলা‌ম প্র‌তিষ্ঠার কথা বল‌ছে। আমরা বিশ্বাস ক‌রি হেযবুত তওহীদ ছি‌লো, আছে, থাক‌বে, আমরা হেযবুত তওহী‌দের উত্তর উত্তর সফলতা কামনা কর‌ছি।

উক্ত অনুষ্ঠা‌নে আরো উপ‌স্থিত ছি‌লো সাপ্তা‌হিক হকার্স প‌ত্রিকার সাংবা‌দিক দিদার মজুমদার, সাপ্তা‌হিক আজ‌কের প‌তি‌ক্রিয়ার সাংবা‌দিক মনসুর আহ‌মেদ। ফেনী জেলা হেযবুত তওহী‌দের স‌াধারণ সম্পাদক শাহাদাত হো‌সেন, প্রচার সম্পাদক রিয়াদ হো‌সেন, আইন সম্পাদক আবদুল ওয়া‌হেদ মামুন, নারী সহ সম্পাদক উম্মে সালমা সীমা, প্রকাশনা সম্পাদক একরামুল হক সহ জেলা উপ‌জেলা নেতৃবৃন্দ।