ডাক দিয়ে যাই ফেনী অঞ্চলের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের মডেল টেস্ট পরীক্ষা সম্পন্ন

আপডেট : February, 24, 2020, 10:41 pm

আলোকিত সযময় ডেস্ক>>>

 

 

বাংলাদেশ উন্মূক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কল্যাণমূলক ও অরাজনৈতিক সংগঠন ডাক দিয়ে যাই। যার স্লোগান
“বয়স পেশা বাধা নয়” “সবার জন্য শিক্ষা চাই” ডাক দিয়ে যাই ফেনী অঞ্চলের উদ্যোগে বিনা ফি’তে প্রস্তুতিমূলক নমুনা পরীক্ষা মডেল টেস্ট এইচএসসি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

দুইটি সাবজেক্টের উপর পরীক্ষা নেয়া হয় শুক্রবার সকাল ৯টায় হয়ে দুপুর ১২টা পর্যন্ত ৩ ঘন্টার পরীক্ষা সম্পন্ন করেছে ডাক দিয়ে যাই ফেনী অঞ্চলের নেতৃবৃন্দরা। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ফেনী অঞ্চলের এইচএসসি শিক্ষার্থীরা অংশ নেন।

এসময় পরিক্ষা পরিদর্শন করেন ডাক দিয়ে যাই কেন্দ্রীয় সভাপতি টিপু সুলতান, কেন্দ্রীয় সভাপতির সাংগঠনিক সচিব এম হাসান খান,সাংবাদিক জসিম উদ্দিন ফরায়েজী। ফেনী জেলা কমিটির আহবায়ক এইচ.এম.ইব্রাহিম, যুগ্ন আহবায়ক জহিরুল ইসলাম বাদল, সচিব তপন ভৌমিক, যুগ্ন সচিব মোঃ নেজাম উদ্দিন, সদস্য সচিব মোঃ ফিরোজ আলম,সদস্য সচিব ইয়ুসুফ আলী সোহেল,সদস্য রাশেদা আক্তার ঝরণা, শামিমা আক্তার,ময়না মনি, আলমগীর, নুসরাত, জান্নাতুল ফেরদৌস সহ সংগঠনের কর্মীবৃন্দ।