সোনাগাজীতে জাতীয়পার্টি নেতার নিকট চাঁদা দাবি, মাছ লুট ও প্রাণ নাশের হুমকি

আপডেট : February, 24, 2020, 7:40 pm

জাবেদ হোসাইন মামুন->>>
সোনাগাজী উপজেলা জাতীয়পার্টির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের নিকট ১০লাখ টাকা চাঁদা দাবি করেছে সন্ত্রাসী ও চাঁদাবাজেরা। সন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেন। ৫দিনের মধ্যে দাবিকৃত ১০লাখ টাকা চাঁদা পরিশোধ না করলে তার মৎস্য খামারের মাছ লুট, তাকে প্রাণ নাশ অন্যথায় মৎস্য খামারে কীটনাশক প্রয়োগ করে মাছ নিধনের হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। সোমবার বিকালে সোনাগাজীর নিউ ফুড গার্ডেন রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে জাতীয়পার্টির নেতা আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ এমন অভিযোগ করেন। তিনি অভিযোগ করেন, দুই ব্যক্তি থেকে ইজারা নিয়ে প্রায় ৮ একর জমিতে ৬৫ লাখ টাকা ব্যয় করে ২০১৮ সাল থেকে মাছ চাষ করে আসছেন। গত ৮ফেব্রুয়ারি রাত ৮টার দিকে এবং গত ২২ ফেব্রুয়ারি শনিবার বিকাল ৫টার দিকে তুলাতুলি গ্রামের সাবেক ইউপি সদস্য, স্থানীয় আ.লীগ নেতা সাহাব উদ্দিন, তার ভাই নাছির উদ্দিন, নিজাম উদ্দিন খোকন, চরগণেশ গ্রামের এনামুল হক গামা, চরলামছির লিটন ও চরগণেশ গ্রামের মো. হোসেন ড্রাইভারের নেতৃত্বে ১০-১২জন সশস্ত্র সন্ত্রাসী চাঁদাবাজ তার এন এস ফিসারিজ মৎস্য খামারে গিয়ে ম্যানেজার হিমাংশু কুমার নাথ ও তাকে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে উল্লেখিত চাঁদা দাবি, মাছ লুট, মাছ নিধন ও হত্যার হুমকি দেয়। এ ব্যাপারে তিনি ৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০-১২জন কে আসামি করে রোববার রাতে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয়পার্টির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ। তিনি সাংবাদিকদের মাধ্যমে আইনশৃঙ্খলাবাহিনীর কাছে জীবনের নিরাপত্তা দাবি করেন। এসময় তার মৎস্য খামারের ম্যানেজার হিসাংশু কুমার উপস্থিত ছিলেন।