সোনাগাজীতে জীবনের নিরাপত্তা চেয়ে মুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন

আপডেট : March, 12, 2020, 4:11 pm

জাবেদ হোসাইন মামুন->>>সোনাগাজীতে অবৈধভাবে সনদ অর্জনকারী দুই মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মুক্তিযোদ্ধা মন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দায়ের করে প্রতিপক্ষ ও তাদের ভাড়াটে সন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন আরেক মুক্তিযোদ্ধা। বুধবার রাত ৮টার দিকে জীবনের নিরাপত্তা চেয়ে সোনাগাজীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম সোনাগাজী বাজারের ফুড গার্ডেন রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এমনটাই অভিযোগ করেন। তিনি দাবি করেন, তিনি ১৯৭১ সালে মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ডাকে সাড়া দিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। ভারতে প্রশিক্ষণ নিয়ে দীর্ঘ ৯মাস যুদ্ধ করে দেশকে শত্রুমুক্ত করেন। মহান স্বাধীনতাযুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনীর পক্ষে অবস্থানকারী তথা মহান মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকা পালনকারী দুই ব্যক্তি যুদ্ধের পর অবৈধভাবে মুক্তিযোদ্ধা সনদ অর্জন করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের একজন সৈনিক হিসেবে বিতর্কিত ওই দুই ব্যক্তি সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের মৃত মজিবুল হকের ছেলে আবদুল হালিম ও চরচান্দিয়া ইউনিয়নের মধ্যম চরচান্দিয়া গ্রামের মৃত ওবায়দুল হকের ছেলে আজিজুল হক চাষীর বিরুদ্ধে ২০১৯ সালের ২১ জুলাই মুক্তিযোদ্ধা মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের নিকট লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগে তাদেরকে চিহ্নিত রাজাকার ও অমুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে মুক্তিযুদ্ধের সময় বিতর্কিত কর্মকান্ডের চিত্র তুলে ধরেন। মুক্তিযোদ্ধা মন্ত্রী  বিষয়টি তদন্ত করার জন্য জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকায়) প্রেরণ করেন। জামুকা গত ৯ ফেব্রুয়ারি বিষয়টি শুনানীর দিন ধার্য করেন। ওই দিন বাদি হাজীর হলেও বিবাদীরা হাজীর না হলে গত ১০মার্চ মঙ্গলবার ফের শুনানীর দিন ধার্য করেন। ১০মার্চ মঙ্গলবার বাদি জামুকাতে হাজীর হয়ে হাজীরা দেন। বেলা ১১টার দিকে হঠাৎ অসুস্থতা বোধ করলে তিনি ভবনের নীচে নামলে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা অভিযুক্ত আবদুল হালিম ও আজিজুল হক চাষী সহ তাদের ভাড়াটে সন্ত্রাসীরা তাকে একটি মাইক্রোবাস যোগে জোরপূর্বক অপহরণ করে। কমলাপুর এলাকায় একটি আবাসিক হোটেলে নিয়ে তাকে মারধর করে অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দিতে থাকেন। তাতেও তিনি রাজি না হলে এক পর্যায়ে তাকে আরেকটি মাইক্রোবাসযোগে হাত-পা বেধে ফেনীর লালপুল নামক স্থানে ফাঁকা জায়গায় তাকে নামিয়ে দেয়। বিষয়টি কাউকে জানালে স্ত্রী-পুত্র সহ তাকে সপরিবারে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয় সন্ত্রাসীরা। এ ব্যাপারেও তিনি মুক্তিযোদ্ধা মন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংবাদ সম্মেলনে তিনি তার জীবনের নিরাপত্তায় ও অবৈধভাবে সনদ অর্জনকারী দুই মুক্তিযোদ্ধার সনদ বাতিলে সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। এসময় তার পাশে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুল হক পাটোয়ারী।