সোনাগাজীতে নানা আয়োজনে স্কাউটস’র মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

আপডেট : March, 12, 2020, 6:56 am

জাবেদ হোসাইন মামুন->>>
সোনাগাজীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উপজেলা স্কাউটস’র ৭ম সমাবেশ, মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বখতারমুন্সি মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে তিন দিনব্যপী সমাবেশ শেষে বুধবার রাতে সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা স্কাউটস’র সভাপতি অজিত দেব’র সভাপতিত্বে ও স্কাউটস লিডার বেল্লাল হোসেন এএলটি’র সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক, জেলা স্কাউটস’র সভাপতি মো. ওয়াহিদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম জাকারিয়া, সোনাগাজী পৌরসভার মেয়র, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন, ফেনী জেলা স্কাউটস’র সাধারণ সম্পাদক এ কে এম ফরিদ আহম্মদ, চরচান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, সোনাগাজী উপজেলা স্কাউটস কমিশনার এ কে এম শরিয়ত উল্যাহ, সুনীল রায়, বেলায়েত হোসেন, বদরুল মিল্লাত ও বক্তার মুন্সি মোয়াজ্জেম হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আলম প্রমুখ। মহা তাঁবু জলসায় উপজেলার ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪২টি দলের শিক্ষার্থীরা ৪টি উপদলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করে।