বগাদানায় মাটি দস্যুদের বিরুদ্ধে অভিযোগ করে নিরাপত্তাহীনতায় ভুগছেন আ.লীগ নেতা নিজাম

আপডেট : March, 20, 2020, 11:59 am

স্টাফ রিপোর্টারঃ সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের আলমপুর ৭নং ওয়ার্ড আ.লীগের সভাপতি নিজাম উদ্দিন মাটি দস্যুদের বিরুদ্ধে সংসদ সদস্য সহ সরকারি বিভিন্ন দফতরে অভিযোগ দায়ের করে সন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, থানার ওসি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সংসদ সদস্য সহ সরকারি বিভিন্ন দফতরে ইতোপূর্বে লিখিত অভিযোগ দায়ের করেন নিজাম উদ্দিন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, আলমপুর গ্রামের এনায়েত উল্যাহর ছেলে এরশাদ উল্যাহ, মজিবুল হকের ছেলে বাদশা মিয়া মোজাম্মেল, কাছেম আলীর ছেলে নুরুল আলম, মঙ্গলকান্দি ইউনিয়নের মীর্জাপুর গ্রামের সুলতান আহম্মদের ছেলে গোলাম মাওলা, চরদরবেশ ইউনিয়নের উত্তর চরসাহাভিকারী গ্রামের মৃত মন্তু মিয়ার ছেলে মো. নূরনবী, মৃত ইদ্রিসের ছেলে নূরুল আলম ও বগাদানা গ্রামের শাকিল ও দাউদুল ইসলাম সহ ৪/৫জন মাটি দস্যু আইন কানুনের তোয়াক্বা না করে দীর্ঘ দিন যাবৎ স্কেভেটর দিয়ে ফসলী জমির মাটি কেটি বিভিন্ন ইট ভাটায় বিক্রি করে আসছে। এতে ফসলী জমির যেমনি উর্বরতা নষ্ট হচ্ছে, তেমনি করে বগাদানা ইউনিয়নের সড়কগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। মাটি পরিবহনের ফলে ৭-৮টি বক্স কালভার্ট ভেঙে গেছে। মাটি দস্যুদের মৌখিকভাবে বাধা দিলে তাকে গালমন্দ করে তারা মারধর করে। পরে তিনি সরকারি বভিন্ন দফতরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর সরকারি সংস্থাগুলো তদন্ত শুরু করলে মাটি দস্যুরা তার ক্ষিপ্ত হয়ে উঠে। অভিযোগুলো প্রত্যাহার করে নিতে তাকে চাপ প্রয়োগ শুরু করে। সন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে নিজাম উদ্দিন ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে দাবি করেন। তিনি আরো দাবি করেন, অভিযোগ দায়েরের পরও সন্ত্রাসীরা বুক ফুলিয়ে দেদারছে ফসলী জমির মাটি কাটা ও বিক্রি অব্যাহত রেখেছেন। মাটি কাটা ও বন্ধ নিয়ে ওই এলাকাবাসীর সাথে মাটি দস্যুদের মধ্যে উত্তেজনা চলছে। যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করেছে স্থানীয়রা।