দেশের বিভিন্নস্থানে চাউল চোর জনপ্রতিনিধিদের বিচার চাইলেন মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান বাদল

আপডেট : April, 10, 2020, 7:52 pm

জাবেদ হোসাইন মামুন->>>

দেশের বিভিন্নস্থানে চাউল চোর জনপ্রতিনিধিদের বিচার চাইলেন মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান বাদল। তিনি ফেসবুকে দেয়া স্ট্যাটাসে এই দাবি করলেন।

তার ফেসবুকে দেয়া স্ট্যাটাসের হুবহু তুলে ধরা হলো।
সম্প্রতি ফেসবুকের মাধ্যমে জানতে পারলাম দেশের বিভিন্ন জায়গায় কিছু কিছু জনপ্রতিনিধি চাউল চুরির সাথে সম্পৃক্ত হয়েছেন।
আমার দৃষ্টিতে তারা বিকৃত মানসিকতার লোক। তাদের বিচার আল্লাহর জমিনে একদিন না হয় একদিন হবেই। তাদের কারণে আমাদের নিজেদের কাছে লজ্জা লাগতেছে।
জনপ্রতিনিধি হিসেবে আমি হলফ করে বলতে পারব, ৫ বছর মেম্বার ছিলাম বর্তমানে ৪ বছর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতেছি । ১০ টাকার চাউল আত্মসাৎ করার কখনো চিন্তা মাথায় আসেনি এবং নিজের বিভিন্ন ব্যবসা থেকে আয়ের বড় একটি অংশ গরীব অসহায় মানুষের মাঝে সহযোগিতা করে আসছি।

বর্তমান পরিস্থিতিতে সকল সরকারি বরাদ্দ, আমার নিজের ব্যক্তিগত তহবিল থেকে এবং মানুষের থেকে প্রাপ্ত বরাদ্দ সহ সকল অসহায় মানুষের মাঝে বিতরনের সকল ডকুমেন্ট আমার কাছে সংরক্ষিত আছে। কোন সরকারি-বেসরকারি এবং সাংবাদিক সকলে চাইলে স্বচ্ছতার মাধ্যমে জবাবদিহিতার জন্য আমি প্রস্তুত আছি। পরিশেষে আমিও চাউল চোরদের
বিচার চাই।

চেয়ারম্যান
মোশারফ হোসেন (বাদল)
মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদ
সোনাগাজী ফেনী
01815480207