সোনাগাজীতে ৬৯০ পরিবারের কাছে প্রধানমন্ত্রীর উপহার পৌঁছে দিলেন চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মিলন

আপডেট : April, 20, 2020, 3:20 pm

জাবেদ হোসাইন মামুন->>> করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সোনাগাজীতে কর্মহীন ৬৯০ পরিবারের মাঝে ৫ম দফায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ৫ কেজি চাউল ও ২ কেজি আলু পৌঁছে দিলেন চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন। ২০ এপ্রিল সোমবার সকালে তিনি ইউপি সদস্যদের মাধ্যমে এই উপহারগুলো বাড়ি বাড়ি পৌঁছে দেন। চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ফেনী-২ আসনের সাংসদ, ফেনী জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, পৌর মেয়র, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকনের সহযোগিতায় ইতোপূর্বে সরকারি ও বেসরকারিভাবে ত্রাণ বিতরণ করা হয়েছিল। এর আগে তিনি তার উপার্জনের ব্যক্তিগত তহবিল থেকে কর্মহীন মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছিলেন। চরচান্দিয়া ইউনিয়নের কোন মানুষ যেন না খেয়ে থাকেন, সে ব্যাপারে তিনি সজাগ রয়েছেন।