দাগনভূঞা কৃষকের ধান ঘরে তুলতে ভর্তুকিতে‌ কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ

আপডেট : April, 28, 2020, 12:06 am

আলোকিত সময় ডেস্ক>>>

মাঠে ফসল তৈরি, ঘরে তুলতে হবে দ্রুত। তাই দাগনভূঞা উপজেলায় সরকারিভাবে আনা হয়েছে আধুনিক কৃষিযন্ত্র। করোনা সংক্রমণ পরিস্থিতি মোকাবেলায় কৃষি উৎপাদনের কোন বিকল্প নাই। কৃষিখাতে সরকারি প্রণোদনার অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৫০% ভর্তুকিতে কৃষি উপকরণ দেয়া হচ্ছে সারা বাংলাদেশে। পরিচালন বাজেটের আওতায় ২০১৯-২০ অর্থ বছরে উন্নয়ন সহায়তা প্রদানের লক্ষ্যে আজ দাগনভূঞা উপজেলায় এ খাত থেকে এক কৃষকের কাছে হস্তান্তর করা হয়েছে কম্বাইন হারভেস্টার (স্বয়ংক্রিয়ভাবে  ধান কাটা, ধান মাড়াই, ধান ঝাড়া, ধান বাছাই ও বস্তাবন্দিকরণ যন্ত্র) তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন দাগনভূঁইয়া উপজেলা নির্বাহি অফিসার মোঃ রবিউল হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন মুন্সী, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রাফিউল ইসলাম।

করোনা সংক্রমণ পরিস্থিতিতে যখন ধান কাটার শ্রমিক সংকটে তখন এ মেশিন ঘরে দ্রুত ধান তোলার জন্য এক আশীর্বাদ হয়ে কাজ করবে সদাশয় সরকারের তড়িৎগতির এই কর্মকাণ্ড। দাগনভূঞা উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা সরকার প্রদত্ত এই যন্ত্রটির সুফল ভোগ করতে পারবে এবং বর্তমান করোনা পরবর্তী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।