
নাজমুল হুসাইন-
সোনাগাজী বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের এস এস সি ১২ তম ব্যাচের উদ্যোগে পঞ্চম বারের মতো বিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেন।
সোমবার সকালে চর মজলিশপুর বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এসএসসি ১২ তম ব্যাচের উদ্যোগে এই খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন। এছাড়াও শিক্ষকদের মাঝে আরো উপস্থিত ছিলেন খোরশেদ আলম, মোহাম্মদ সেলিম ও আব্দুল্লাহ আল মামুন সহ ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।
প্রাক্তন ছাত্রদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রধান শিক্ষক আলমগীর হোসেন বলেন এই মুহূর্তে সরকারি নির্দেশনা মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে স্বাস্থ্য বিধি অনুযায়ী জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার জন্য আহ্বান জানান।