মানবিক দৃষ্টিভঙ্গি থাকলেই যে কেউ সহযোগিতা করতে পারে : ব্যবসায়ী জহিরুল

আপডেট : May, 21, 2020, 11:38 pm

মোহাম্মদ ইকবাল হোসাঈন :

সোনাগাজীর কৃতিসন্তান, বিশিষ্ট শিল্পপতি, সমাজ সেবক ও দানবীর জহিরুল ইসলাম নীরবে জনসাধারণকে সহযোগীতা করে আসছেন সব সময়। তিনি গোপনে দরিদ্র মেয়ের বিয়েতে অনুদান, হতদরিদ্রদের মাঝে সবসময় সাহায্য করে থাকেন। তারই ধারাবাহিকতায় বিশ্বব্যাপি করোনা প্রাদুর্ভাব যখন দূৃর্যোগে পরিনত হয়েছে চরম ঝুঁকির মুখে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে দেশেও দিন দিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য ঝুঁকির এই দূর্যোগ মুহুর্তে সমাজ সেবক জহিরুল ইসলাম গোপনে হতদরিদ্রদের জন্য কাজ করে যাচ্ছেন। জহিরুল ইসলামের নীরবে এমন শ্রম সোনাগাজীর ইতিহাসে সোনালী অক্ষরে অম্লান থাকবে যুগ যুগ ধরে। জহিরুল ইসলাম জনপ্রতিনিধি না হয়েও নীরবে যে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তা আসলেই প্রসংশনীয়।

জহিরুল ইসলাম বলেন, আমি মানুষকে সাহায্য সহযোগীতা করি ফটোশেসনের জন্য নয়।আমি সাহায্য করি মানুষ হিসেবে এটা আমার দায়িত্ব। আমি সাহায্যের হাত বাড়িয়ে দারিদ্রতা প্রদর্শনের নির্র্লজতা কাজ আমি কখনও করি না। কারণ এটা সহযোগীতা ও সাহায্যের মধ্যে পড়েনা।তাই আমি নিরবে আল্লাহ আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছে আমি চেষ্টা করি সহযোগীতা করার। আমি আপনাদের সকলের দোয়া কামনা করি। এছাড়াও তিনি বলেন, মানুষকে সহযোগিতা করতে শুধু জনপ্রতিনিধি হতে হয় না, মানবিক দৃষ্টিভঙ্গি থাকলেই যে কেউ সহযোগিতা করতে পারে।