
জাবেদ হোসাইন মামুন->>>
দক্ষিণ আফ্রিকায় জসিম উদ্দিন (৩৫) নামে এক যুবককে শ্বাস রোধ করে হত্যা করেছে সে দেশের কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা। রোববার স্থানীয় সময় সকাল ৯টার দিকে ও বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে দক্ষিণ আফ্রিকার আমটাটা শহরে এ ঘটনা ঘটে। নিহত যুবক ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালিগিরি গ্রামের মুন্সি সারেং বাড়ির আবদুর রবের ছেলে। ৪ ভাই ৩ বোনের মধ্যে নিহত জসিম উদ্দিন ছিল মেঝ। নিহতের পিতা আবদুর রব জানান, বিগত প্রায় ১৪ বছর যাবৎ তার ছেলে জসিম ও নাছির উদ্দিন দক্ষিণ আফ্রিকায় বসবাস করে আসছে। জসিম উদ্দিন আমটাটা শহরে এবং নাছির উদ্দিন অন্য একটি শহরে মুদি দোকান করতো। রোববার সকাল ৯টার দিকে জসিম বাসা থেকে বের হয়ে দোকানে যাওয়ার পথে রাস্তায় গতিরোধ করে ৫-৬জন সন্ত্রাসী তার কাছে টাকা দাবি করলে তাদের সাথে জসিমের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে রাস্তায় ফেলে রাখে। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বিকালে আবদুর রব তার প্রিয় সন্তানের মৃত্যুর খবর জানতে পারলে পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে। আগামী আড়াই মাস পর পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশে ফিরে জসিম উদ্দিন বিয়ে করার কথা ছিল। এর আগে প্রায় ৬ বছর পূর্বে সে সর্বশেষ দেশে এসেছিল।