ফাজিলপুরে জমির বিরোধ নিয়ে দুই ব্যক্তিকে কুপিয়ে আহত

আপডেট : June, 9, 2020, 5:38 am

স্টাফ রিপোর্টার->>>
ফেনীর ফাজিলপুরে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মো. জাফর আহম্মদ ও আলা উদ্দিন নামে দুই ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করেছে প্রতিপক্ষ ও ভাড়াটে সন্ত্রাসীরা। ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের রুহুল আমিন চেয়ারম্যান বাড়িতে ৫জুন শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ, এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তদের পরিবার জানায়,
রুহুল আমিন চেয়ারম্যান বাড়ির মো. জাফর আহম্মদ গংদের সাথে একই গ্রামের বন্দে আলী মোল্লা বাড়ির আবু আহম্মদ গংদের জমি নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বন্দে আলী মোল্লা বাড়ির কেসু মিয়ার ছেলে আবু আহম্মদ, সাহাব উদ্দিনের ছেলে রাকিব, আলী পাটোয়ারী বাড়ির রবিউল হকের ছেলে সবুজ, হাফেজ আহম্মদের ছেলে মো. আরিফ, মিঝি বাড়ির দুলাল মিয়ার ছেলে সজিব, একরামুল হকের ছেলে মেহেদি, পেয়ার আহম্মদের ছেলে নিলয়, তজু কেরানী বাড়ির তারা মিয়ার ছেলে রানা, সুলতান আহম্মদের ছেলে সাকিব সহ ১৫-২০জন সশস্ত্র সন্ত্রাসী অতর্কিত হামলা করে। তাদের আত্মচিৎকারে জাফর আহম্মদের কন্যা এগিয়ে এলে তাকেও শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় সন্ত্রাসীরা জাফর আহম্মদের বসত ঘরে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। এব্যাপারে জাফর আহম্মদ বাদি হয়ে ৯জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪-৫জনকে আসামি করে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বাদি মামলায় আরো উল্লেখ করেন, আসামিরা জোর জুলুমবাজ সন্ত্রাসী শ্রেনির লোক হওয়ায় আইন কানুনের তোয়াক্কা করেনা। এর আগে বাদির গাছের নারিকেলের ডাব চুরির অপরাধে উল্লেখিত আসামিদের বিরুদ্ধে সালিস করায় আসামিরা ক্ষিপ্ত ছিল। তাই বাদি ও তার সহযোগি ফল ব্যবসায়ী আলা উদ্দিনকে আসামিরা পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করে।