

লেখক- কামরুল আলম
করোনা তুমি ছন্দময় মুখরিত পৃথিবীর হঠাৎ থমকে যাওয়া স্বভাব
করোনা তুমি শত শত মৃত লাশ দাফনে গোরস্থানের অভাব।
করোনা তুমি বিশ্বের শত কোটি মানুষের মাস্ক বন্ধি মুখ
করোনা তুমি সন্তান হারানো অভাগী মায়ের দুঃখ।
করোনা তুমি ফুসফাস আক্রান্ত মুমূর্ষু রুগীর শুকনো কাশি
করোনা তুমি ত্রাণের প্যাকেট পেয়ে অনাহারীর মুখে হাসি।
করোনা তুমি রাস্তায় রাস্তায় ট্রাক ভর্তি লাশের সারি
করোনা তুমি চোরাই ত্রাণ সামগ্রি পূর্ণ কুলাঙ্গারের বাড়ী।
করোনা তুমি জুসেপ্পে কন্তের আকাশের প্রাণে বোবা কান্না
করোনা তুমি অসহায় পরিবারে বহুদিন চুলায় না উঠা রান্না।
করোনা তুমি বাঁচার জন্য স্বয়ং চিকিৎসকের হাহাকার
করোনা তুমি মানুষে মানুষে ফিরে আসা সাম্যোর সমাহার।
করোনা তুমি অদৃশ্য হাতে ভেঙ্গে দেয়া বিশ্ব মোড়লের হাট
করোনা তুমি সুন্দর পৃথিবীতে হঠাৎ যেন কেয়ামতের মাঠ।
করোনা তুমি মানবতার জয়গান ২০২০ সাল
করোনা তুমি লকডাউনের নামে বিশ্ব হরতাল।
লেখক- কামরুল আলম
মাইজদী কোর্ট, নোয়াখালী।
প্রকাশনায়- মোঃ জুলফিকার আলম