সাতবাড়িয়ায় প্রতিপক্ষ ও ভাড়াটে সন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে দিশেহারা এক পরিবার

আপডেট : July, 9, 2020, 12:18 am

স্টাফ রিপোটার->>>> সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে প্রতিপক্ষ ও তাদের ভাড়াটে সন্ত্রাসীদের অব্যাহত হুমকি এবং অত্যাচার নির্যাতনে দিশেহারা হয়ে পড়েছে একটি পরিবার। এ ব্যাপারে জানমালের নিরাপত্তা চেয়ে সোনাগাজী মডেল থানায় জিডি দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত মো. আজিজুল হক। সোনাগাজী মডেল থানার জিডিনং- ১২৬৭, তাং- ৩০-০৬-২০ খ্রি.। ক্ষতিগ্রস্ত পরিবার, এলাকাবাসী ও পুলিশ জানায়, সাতবাড়িয়া গ্রামের আমির উদ্দিন দর্জী বাড়ির মো. আজিজুল হকের সাথে একই বাড়ির মৃত নুরুল হকের সন্তান নুরুল আলম বাবুল গংদের সাথে জমি নিয়ে বিরোধ দেখা দিলে স্থানীয় ইউপি সদস্য অজয় কুমার শীল ভূট্টোর সভাপতিত্বে স্থানীয় সমাজপতি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিশী বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশী বৈঠকের মাধ্যমে তর্কিত জমি পরিমাপ করে উভয় পক্ষের সীমানা নির্ধারণ করে দেয়া হয়। বিষয়টি মীমাংসা করে দেয়ার পর আজিজুল হক তার মালিকীয় দখলীয় জমিতে রান্নাঘরও নির্মাণ করেন। কিন্তু প্রতিপক্ষের লেকজন আজিজুল হক ও তার পরিবারের সদস্যদেরকে মিথ্যা মামলার জড়িয়ে নির্মিত রান্না ঘর পুড়ে দিবে বলে হুমকি দিচ্ছে। তিনি জিডিতে উলে­খ করেন, গত ২৬ জুলাই রাত সোয়া ১০টার দিকে আর এম হাট কে উচ্চ বিদ্যালয় মাঠে বিবাদীরা তার রান্না ঘর পুড়ে দিয়ে তাকে এবং তার ছেলে নূর আলমকে হামলা, খুন, জখম ও নারী নির্যাতন মামলায় জড়ানোর পরিকল্পনা করে। তিনি বিষয়টি সাক্ষীদের মাধ্যমে নিশ্চিত হয়ে জানামালের নিরাপত্তা চেয়ে সোনগাজী মডেল থানায় জিডি করেছেন। জিডির বিবাদীরা হলেন, একই বাড়ির মৃত নুরুল হকের স্ত্রী সাফিয়া খাতুন, চরগণেশ গ্রামের লিটন, ভাদাদিয়া গ্রামের খায়েজ আহম্মদ, সাতবাড়িয়া গ্রামের সামছুল হকের ছেলে শাহাব উদ্দিন, নূর ইসলামের ছেলে মো. আবু, নূরুল আলম বাবুলের স্ত্রী নাজমা আক্তার এবং চরগণেশ গ্রামের পারভেজ। প্রতিপক্ষ ও ভাড়াটে সন্ত্রাসীদের হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। প্রসঙ্গত: এর আগেও তার ছেলে মো. নূর আলমকে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষ ও ভাড়াটে সন্ত্রাসীরা।