খামারে পশুর নাড়িভুঁড়ি দিয়ে পরিবেশ দূষণ করার দায়ে দাগনভূঞা মিতালি জসিম কে ১০ হাজার টাকা অর্থদণ্ড

আপডেট : August, 6, 2020, 12:19 am

আলোকিত সময় ডেস্ক>>>

 

 

পশুর নাড়িভুঁড়ি মাছের খাদ্য হিসেবে খামারে ব্যবহার করার দায়ে ফেনীর দাগনভূঞার বারাহিগোবিন্দ গ্রামে বাহার উদ্দিন জসিম (প্রকাশ মিতালি জসিম) নামে এক ব্যক্তির ১০ (হাজার) টাকা নগদ অর্থ জরিমানা করেন দাগন ভূঞা ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে দাগন ভূঞা ভ্রাম্যমাণ আদাল পরিচালনা কারি এসিল্যান্ড মাছুমা আক্তারের সাথে যোগাযোগ করলে উনি গঠনার সত্যতা শিকার করে বলেন এলাকাবাসির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে দেখা যায় উল্যেক্ষিত ব্যক্তি বিভিন্ন পশুর নাড়িভুঁড়ি কালেকশন করে মানুষের চলাচলের রাস্তার পাশে মাছের খামারে খাদ্য হিসেবে ব্যবহার করেন , যাতে চরম দুর্গন্ধে পরিবেশে দূষিত হয় ।এই বিষয়ে ভ্রাম্যমান আদালত নগদ ১০ হাজার টাকা জরিমানা করে এবং আগামি ২৪ ঘন্টার বিতরে পশুর নাড়িভুঁড়ি অপসারণ করার নির্দেশ দেন । অভিযান পরিচালনার সময় পথচারিদের মুখে মার্কস ও মোটরসাইকেল হেলমেট না থাকায় ৬ ব্যক্তিকে মোট ১২২০০/- টাকা নগদ জরিমানা করা হয়।