দাফন সম্পন্ন হল করোনায় মৃত জায়লস্করের সাবেক প্রধান শিক্ষক ইলিয়াসের

আপডেট : September, 26, 2020, 12:39 am

 

জসিম উদ্দিন ফরায়েজী>>>

 

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দাগনভূঞা উপজেলার জায়লস্কর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছ মারা গেছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। ইলিয়াছ জায়লস্কর ইউনিয়নের পূর্বচন্দ্রপুর গ্রামের মৌলভী বাড়ীর মো: আবদুস সোবহানের ছেলে।

ইলিয়াছের বড় ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এম ই ইসলাম সাফায়াত,এদিকে তার ছেলে মা বাবা দুইজনকে হারিয়ে মনোবল হারিয়ে ফেলে কান্নায় দেঙ্গে পড়লেন,করোনার বিষয়টি নিশ্চিত করে জানান, জ্বর-কাশি ও উচ্চ রক্তচাপ জনিত সমস্যা অনুভব করলে গত ১৬ সেপ্টেম্বর রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি হন। ১৮ সেপ্টেম্বর পরীক্ষা করা হলে তার শরীরে করোনা শনাক্ত হয়। সেদিন থেকে তিনি হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন। সেখানে শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রাত সাড়ে ৮:৩০মিঃ জায়লস্কর বাজার নামাজে জানাযা শেষে মোল্লাঘাটা এলাকার নতুন বাড়ি সম্মুখস্ত কবরস্থানে দাফন করা হয়েছে।

এদিকে প্রাক্তণ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইলিয়াছের মৃত্যুতে জায়লস্কর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন গভীর শোক প্রকাশ করেছেন এবং দাফন সম্পন্ন করার জন্য আব্দুল হাকিম কে নির্দেশ দেন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।