সোনাগাজীতে বিএনপির বিপ্লব-সংহতি দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল

আপডেট : November, 7, 2020, 8:32 pm

জাবেদ হোসাইন মামুন->>>
১৯৭৫ সালের ‘সৈনিক-জনতা অভ্যুত্থান’ স্মরণে সোনাগাজীতে ৭নভেম্বর শনিবার বিকালে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করেছে উপজেলা বিএনপি। সওদাগর হাটে বিপ্লবী যুব সংঘ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. গিয়াস উদ্দিন। স্বেচ্ছাসেবকদল নেতা নজরুল ইসলাম মামুনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু তৈয়ব আজাদ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা স্বেচ্চাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ আলম ভূঞা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খুরশিদ আলম ভূঞা, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন মিস্টার, জেলা কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, স্বেচ্চাসেবক দল নেতা আলা উদ্দিন, স্বেচ্চাসেবক দল নেতা শামীম হোসেন, নূরনবী মেম্বার, দুলাল হোসেন ও ছাত্রদল নেতা শেখ ফরিদ রনি ও তানিম প্রমূখ। সভায় বক্তারা রাজনৈতিক অস্থিরতার মধ্যে ঐতিহাসিক এ দিনে সৈনিক ও জনতা মিলে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানকে ঢাকার সেনানিবাসের বন্দীদশা থেকে মুক্ত করার ইতিহাস তুলে ধরেন।
বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপি নেতাকর্মীদের জন্য দোয়া পরিচালনা করেন বিএনপি নেতা আবদুল আউয়াল সজিব।