সোনাগাজীতে ১০মিনিটের জন্য মোটরসাইকেল নিয়ে ৪০ হাজার টাকা চাঁদা দাবি, ১৮ দিনেও ফেরৎ দেয়নি সন্ত্রাসী ভুলু

আপডেট : November, 20, 2020, 4:33 pm

জাবেদ হোসাইন মামুন->>>
ফেনীর সোনাগাজীতে ১০ মিনিটের জন্য এক ব্যবসায়ীর কাছ থেকে মোটরসাইকেল নিয়ে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করছে সাইফুল ইসলাম ভুলু নামে এক সন্ত্রাসী। ঘটনার ১৮ দিন অতিবাহিত হলেও ফেরৎ দেয়নি কৌশলে লুটে নেয়া মোটরসাইকেলটি। সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাননি ভুক্তভোগি ব্যবসায়ী মো. আকবর হোসেন। মুঠোফোনে সন্ত্রাসী ভুলুর অব্যাহত হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আকবর হোসেন। নিরুপায় হয়ে ২০ নভেম্বর শুক্রবার সকালে র‍্যাব-৭, ফেনী ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। প্রাপ্ত অভিযোগে জানা গেছে, সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের নাঠা বাড়ির বাসিন্দা মতিগঞ্জ বাজারের ব্যবসায়ী মো.আকবর হোসেন এক লাখ টাকা দিয়ে ২০১৯সালের ১৯ নভেম্বর সুজুকি কোম্পানীর ১১০সিসির একটি নতুন মোটরসাইকেল কিনে ব্যবহার করে আসছেন। যার চেচিস নং-RMBL-NF4GE-009260, ইঞ্জিন নং-F4E6-317651। গত ২ নভেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে একই গ্রামের খলিফা বাড়ির মৃত সামছুল হকের ছেলে এলাকার চিহ্নিত সন্ত্রাসী সাইফুল ইসলাম ভুলু ১০ মিনিটের জন্য মোটরসাইকেলের চাবি চান। ব্যবসায়ী আকবর হোসেন প্রতিবেশী হিসেবে সন্ত্রাসী সাইফুলকে সরল বিশ্বাসে মোটরসাইকেলের ছাবি দেন। ঘটনার দুই দিন অতিবাহিত হলেও তার কোন খোঁজ না পেয়ে গত ৪ নভেম্বর তিনি বাদি হয়ে সাইফুলকে একমাত্র আসামি করে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ দায়েরের খবর পেয়ে সন্ত্রাসী সাইফুল মোটরসাইকেলটি ফেরৎ দেয়ার বিনিময়ে ব্যবসায়ী আকবরের কাছে অজ্ঞাতস্থান থেকে মুঠোফোনে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছে। অন্যথায় কাউকে জানালে তাকে প্রকাশ্যে গুলি করে হত্যার হুমকি প্রদান করে। নিরুপায় হয়ে আকবর হোসেন র‍্যাব ক্যাম্পে লিখিত এই অভিযোগ দায়ের করেন। সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, অভিযোগ প্রাপ্তির পর থেকে অভিযুক্ত সাইফুল ইসলাম ভুলুর ব্যবহৃত মুঠোফোনে প্রযুক্তি ব্যবহার করে ট্র্যাকিং করার চেষ্টা অব্যাহত রয়েছে। সে দ্রুত স্থান পরিবর্তনের ফলে তাকে গ্রেফতার করতে কিছুটা বিলম্ব হচ্ছে। সাইফুলের বিরুদ্ধে আরো একাধিক মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। শীঘ্রই তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।