
জসিম উদ্দিন ফরায়েজী
ইউপি সদস্য জসিম উদ্দিন ও নুরুল ইসলাম মানিক এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় বটতলা সংলগ্ন টুর্নামেন্টের উদ্বোধন করেন ফেনী জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি ও জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, ফেনী পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মেহেদী আলম চৌধুরী রুবেল, এস এন্ড বি নাইস ফুড ভ্যালি লি চেয়ারম্যান মাইন উদ্দিন বাচ্চু ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
সোলায়মান এন্ড ব্রাদার্স ট্রেডিং কর্পোরেশন পরিচালক আব্দুল মোতালেব শাহীন
উক্ত টুনামেন্ট পরিচালনায় দায়িত্বে আছেন ইঞ্জিনিয়ার. শফিকুল আলম স্বপন ( সভাপতি)
সাইফুল ইসলাম মামুন ( সম্পাদক)
আনোয়ার হোসেন (অর্থ সচিব )
সৌরভ হোসেন (অর্থ সচিব)
সাদ্দাম হোসেন মাসুদ (প্রচার সম্পাদক)
আরো আছেন রিপন হায়দার, নজরুল ইসলাম, মোঃ মনসুর, রনি,সাইমুম, অনিক, শাহিন , ইমন, রাজন,রাফসান,ইরফান,নাজমুল,সাইমুন ও তৌহিদ।
চ্যাম্পিয়ন দল পাবে ৩০ হাজার টাকা। রানার্স আপ দল পাবে ১৫ হাজার টাকা , এছাড়াও প্রতি ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ ৫০০ টাকা, ছক্কা হ্যাটট্রিক ১টি টি-শার্ট, উইকেট হ্যাটট্রিক ১টি-শার্ট, সেঞ্চুরি ১টি ব্যাট, দর্শক ক্যাচ ৫০ টাকা।