সোনাগাজীতে অর্থমন্ত্রণালয়ের সচিব মাহবুবুল হক ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট : February, 20, 2021, 6:37 pm

জাবেদ হোসাইন মামুন->>>
সোনাগাজী উপজেলার বগাদানা সমাজ উন্নয়ন ফাউন্ডেশন এবং ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ফোরামের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়ের সচিব পদমর্যাদায় গ্রেড -১ এ পদোন্নতি লাভ করায় সোনাগাজীর কৃতি সন্তান মো. মাহবুবুল হক মিল্লাত ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। ২০ ফেব্রুয়ারি শনিবার সকালে ওছমানিয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রাক্তন ছাত্র এডভোকেট আবদুল ওহাবের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা সহোরাওয়ার্দি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. আবুল হোসাইন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব, সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরেের পরিচালক এনামুল হক, নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. ওয়ালি উল্যাহ, ডা. খালেদ মাহমুদ টিপু, উপজেলা ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, চরমজলিশপুর ইউপি চেয়ারম্যান এম.এ হোসেন, বগাদানা ইউপি চেয়ারম্যান মো. ইসহাক খোকন, হক ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী ঠিকাদার ফজলুল হক বাবলু, ওছমানিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট নাছির উদ্দিন বাহার, সোনালী ব্যাংক সোনাগাজী শাখার ম্যানেজার এবিএম আবদুল করিম, ব্যবসায়ী গোলাম রসুল, সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম সুমন, উপজেলা যুব লীগের সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন, চরলক্ষ্মীগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হাকিম, সাবেক চেয়ারম্যান হাবিব উল্যাহ ফারভেজ, চরমজলিশপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার খায়ের, মনির উদ্দিন, আরিফ চৌধুরী, বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আলমগীর, গিয়াস উদ্দিন, সিরাজুল ইসলাম, নুরুন নাহার বেবি ও প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মো. আতা উল্যাহ।
সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চরলক্ষ্মীগঞ্জ মাওলানা পড়ার বাসিন্দা ওছমানীয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাহবুবুল হক মিল্লাত অর্থমন্ত্রণালয়ের সচিব পদমর্যাদা গ্রেড-১ এ পদোন্নতি লাভ করায় তাকে এবং ওই বিদ্যালয়ের ১০জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়।