৭মার্চ উপলক্ষ্যে সোনাগাজী মডেল থানার আয়োজনে আনন্দ উদযাপন

আপডেট : March, 8, 2021, 8:14 am

জাবেদ-মামুন-
বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুডান্ত সুপারিশ প্রাপ্তিতে ও ঐতাহাসিক ৭মার্চ উপলক্ষ্যে সোনাগাজী মডেল থানার আয়োজনে রবিবার বিকালে থানা কম্পাউন্ডে আনন্দ উদযাপন অনু্ষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ ভাগাভাগি করে নেয়া হয়।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলামের সভাপতিত্বে ও ওসি তদন্ত আবদুর রহিম সরকারের সঞ্চালনায় উক্ত অনু্ষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, সোনাগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক মফিজুল হক, সোনাগাজী পৌরসভার মেয়র এড. রফিকুল ইসলাম খোকন, শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার আজহারুল ইসলাম তালুকদার, ওসি (ডিবি) এএন এম নুরুজ্জমান।

অরো বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নাছির উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, আমিরাবাদ ইউপি চেযারম্যান, জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জহিরুল আলম জহির, বিআরডিবি’র চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য মো.ফারুক হোসেন, মতিগঞ্জের ইউপি চেয়ারম্যান রবিউজ্জমান বাবু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভূট্টো, আদর্শগ্রাম তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মেলকাম ডি-সিলভা, সোনাগাজী মডেল থানার সেকেন্ড অফিসার আরিফুল করিম দোলন।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক গ্রামপুলিশ, আ.লীগ ও সহযোগি সংগঠনের বেশ কিছু নেতাকর্মী সহ নানা শ্রেণি পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।