সোনাগাজীতে আ.লীগ নেতার দোকান ঘর ভাঙচুর ও স্ত্রী-কন্যাকে পিটিয়ে আহত করেছে স্বদলীয় সন্ত্রাসীরা

আপডেট : April, 23, 2021, 7:02 pm

স্টাফ রিপোর্টারঃ
ফেনীর সোনাগাজীতে জমি সংক্রান্ত বিরোধের জের
ধরে আবদুর রউপ ছুট্টু মাঝি নামে এক প্রবীণ আ.লীগ নেতার দোকান ঘর ভাঙচুর, তার স্ত্রী আনোয়ারা বেগম ও কন্যা এয়াছমিন আক্তার কে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার সকাল সাড়ে দশটায় সোনাগাজী সদর ইউনিয়নের শাহাপুর বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ, ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানায়, ফরায়েজী বাড়ির বাসিন্দা, সোনাগাজী সদর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আ.লীগের সহ-সভাপতি আবদুর রউপ ছুট্টু মাঝির সাথে একই বাড়ির আবুল কাসেমের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জের ধরে আবুল কাসেম, তার ছেলে ইসমাইল হোসেন মাস্টার, মো. পলাশ, ভাড়াটে সন্ত্রাসী জাহাঙ্গীর আলম, শাহ আলম, একরামুল হক ও জাহেদ সহ ১৫-২০জন সশস্ত্র সন্ত্রাসী শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে ছুট্টু মাঝির নব নির্মিত দোকান ঘরে ব্যাপক ভাঙচুর চালিয়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি সাধন করে। এসময় তার স্ত্রী আনোয়ারা বেগম ও কন্যা এয়াছমিন আক্তার এগিয়ে এলে তাদের কে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। এ ব্যপারে আনোয়ারা বেগম বাদি হয়ে সাত জনের নাম উল্লেখ করে ও ৮-১০ জন কে অজ্ঞাত আসামঅ করে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।