যানযটে এম্বুলেন্স দাঁড়িয়ে থাকা-এ আবার দাগনভূঞায় নতুন কিছু নয়

আপডেট : May, 25, 2022, 10:55 pm

জুলফিকার আলম :

ফেনী, নোয়াখালী, কোম্পনিগঞ্জের সংযোগস্থল দাগনভূঞা জিরোপয়েন্টে সকাল হলে প্রায়ই যানযট লেগে থাকতে দেখা যায়। যানযট থেকে রক্ষা পায়না জরুরী সেবা এম্বুলেন্সও। মোঙ্গলবার সকালে দাগনভূঞা জিরোপয়েন্টে লেগে থাকা যানযটে প্রায় ২০ মিনিটের মতো ২টি এম্বুলেন্সও দাড়িয়ে থাকতে দেখা যায়। স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা দৈনিক স্টার লাইন প্রতিনিধিকে জানান, যানযটে এম্বুলেন্স দাড়িয়ে থাকা নতুন কিছু নয়, এটা প্রতিনিয়ত ঘটে। তারা আরো জানায় ছোট্ট এই বাজারে সিএনজি ও ব্যটারি চালিত অটোরিক্সার যত্রতত্র পার্কিংয়ের কারনে এমন ঘটনা ঘটে।

এ ব্যপারে দাগনভূঞা পৌরসভা মেয়র ওমর ফারুক খানকে জানালে তিনি স্টার লাইনকে জানান, বিষয়টি আমাদের নজরে রয়েছে। আমি পৌরসভা থেকে ৩জন শ্রীঙ্খলা কর্মী দিয়েছি বাজারে। তারা তাদের মতো করে যানযট নিরসনের লক্ষে কাজ করছে। মানুষের অসচেতনতা ও যত্রতত্র পার্কিংয়ের কারনে এমনটা ঘটে। পাশাপাশি সিএনজি ও ব্যটারি চালিত অটোরিক্সা যারা লাইসেন্স রয়েছে তারা আমাদের নিয়ন্ত্রনে রয়েছে। লাইসেন্স বিহীন যারা রয়েছে তারা এই সমস্যার জন্য দায়ী। কারন তারা নিজের মতো করে গাড়ি চালায়  এবং যত্রতত্র পার্কিংয় বসিয়ে দেয়।