

কাওছার আহমেদ- (আলোকিত সময় ২৪)
ফেনী জেলা যুবদলের সভাপতি জাকের হোসেন জসিম কে গ্রেফতার করা হয়েছে।
এরপর তার রামপুরের বাসায় অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্রসহ ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে ফেনী পুলিশ সুপারের কার্যালয় এর মিডিয়া সেল থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে বৃহস্পতিবার (২১ জুলাই) ঢাকার পল্টনের বিজয়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফেনী মডেল থানার ওসি নিজামুদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করেছেন। ওসির দাবি গ্রেপ্তারকৃত জাকির হোসেন জসিমের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও চাঁদাবাজি সহ আটটি মামলা রয়েছে।
অপরদিকে বিএনপি ও তার পরিবারের পক্ষ থেকে পুলিশের মিথ্যে নাটক সাজিয়ে তাকে ঢাকা থেকে আটকের পর প্রথমে অস্বীকার ওপরে বাসা নিয়ে নিজেরাই অস্ত্র দিয়ে গ্রেফতার দেখিয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে। এই ঘটনায় জেলা যুবদলের পক্ষ থেকে শহরে বিক্ষোভ মিছিল করে প্রতিবাদ জানানো হয়েছে।
এছাড়া বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিন্দা ও তার নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে।