ফেনীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২৫

আপডেট : August, 12, 2022, 7:40 pm

ফেনীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২৫

কাওছার আহমেদ(আলোকিত সময়২৪)-

ফেনীতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় ২৫ জন আহত হয়েছেন। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এসময় পুলিশে ২৫ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় পথচারীসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপর সাড়ে ৩ টার দিকে শহরের ইসলাম রোড থেকে ফেনী জেলা বিএনপির একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ট্রাংক রোডস্থ জিরো পয়েন্টের দিকে আসছিলো। এসময় মিছিলটি জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা তাদের ধাওয়া করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একপর্যায় সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। পরে পুলিশ ফাঁকা গুলি ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় উভয় পক্ষের ২৫ জন আহত হয়েছে।