

৫৯ তম রক্তদান করলেন ফেনীর মিনহাজ উদ্দিন।
তানভীর হামজা মিয়াজী (স্টাফ রিপোর্টার) :
ফেনী জেলার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছে ব্লাড ডোনেট এসোসিয়েশন এর সাবেক উপদেষ্টা মিনহাজ উদ্দিন (২২আগষ্ট) মানবতার ডাকে সাড়া দিয়ে শহরের আল-বারাকা হাসপাতালে থ্যালেসেমিয়া রোগীকে ৫৯ তম (ও পজেটিব) রক্তদান করেন।
মিনহাজ জানায়,দেশের জন্য লাখ লাখ মানুষ জীবন দিয়েছেন। আর আমি মানুষকে বাঁচাতে একটু রক্ত দিতে পারব না! আমার রক্তে একজন মানুষ জীবন ফিরে পেলে এটাই আমার সবচেয়ে বড় স্বার্থকতা। এতে মিনহাজ উদ্দিনকে বেশ উৎফুল্ল থাকতে দেখা যায়।
এসময় মিনহাজ উদ্দিন আরো বলেন,আমাদের দেশে এখন স্বেচ্ছাসেবীরাই রক্তের চাহিদা মেটান। আমি নিয়মিত রক্তদান করে যাচ্ছি। সে সকল শ্রেনিপ্রেশার মানুষের প্রতি রক্তদান করার আহ্বান জানান। এছাড়াও মিনহাজ সকল স্বেচ্ছাসেবীদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানায়।