নতুন বছরে প্রকাশিত হলো তানভীর চৌধুরী’র কথা ও সুরে “বাবার আদর” গানের মিউজিক ভিডিও-

আপডেট : January, 1, 2023, 11:53 am

এম কাওছার:

নতুন বছরের শুরুতেই প্রকাশিত হলো ফেনীর পরিচিত মুখ সংবাদকর্মী তানভীর চৌধুরী’র “বাবার আদর” গানের মিউজিক ভিডিও। ফেনীর অদূরে নিহাল পল্লীতে গানটির চিত্র ধারণ করা হয়। তানভীর চৌধুরীর কথা ও সুরে বাবার আদর গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন জসীম উদ্দীন ফরায়েজী শিশুশিল্পী আয়ান এবং তানভীর চৌধুরী।

 

পহেলা জানুয়ারি রবিবার “ফেনীর প্রত্যয়” ফেইসবুক পেইজে দর্শকদের জন্য “বাবার আদর” গানটির মিউজিক ভিডিও প্রকাশ করা হয়।

 

এ বিষয়ে তানভীর চৌধুরী জানান, তিনি স্কুল জীবন থেকে ইসলামি সঙ্গীত গান কবিতা লেখালেখির সাথে জড়িত। আশা করছি আমার লেখা এবং সুরে “বাবার আদর” গানটি আপনাদের সকলের ভাল লাগবে। এছাড়াও তানভীর চৌধুরী’র লেখা এবং সুরে দুটি ইসলামী সঙ্গীত এবং একটি গানের কাজ চলছে। তিনি ফেনী বাসীর কাছে দোয়া চেয়েছেন।