দাগনভূঞা প্রবাসী ফাউন্ডেশন “সার্চ” কমিটির প্রথম সভা 

আপডেট : February, 13, 2023, 11:16 pm

জুলফিকার আলম :

মানবিক কাজে নিয়োজিত দাগনভূঞা প্রবাসী ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি গঠন করার লক্ষ্যে গঠিত “সার্চ” কমিটির প্রথম সভা দাগনভূঞাস্থ স্টার  রেডিসনে সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। 


উক্ত সভায় উপস্থিত ছিলেন সার্চ কমিটির কমিটি প্রধান আবদুল কুদ্দুস বিক্রম ও দাগনভূঞা পৌরসভা মেয়র ওমর ফারুক খান, সার্চ কমিটির সদস্য জসিম হাজারী, পৌর কমিশনার একরামুল হক, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আদনান ইউসুফ রুবেল, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুম সদস্য আবু তালেব ও আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম।
 
সভায় কমিটি গঠনের লক্ষ্যে সার্চ কমিটি প্রতিটি দেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের সাথে আলাদাভাবে অনলাইন মিটিংয়ের সিদ্ধান্ত গৃহিত হয়। প্রতিটি দেশের নেতৃবৃন্দকে মিটিয়ের জন্য সিনিয়র ও একটিভ দেখে পাঁচজন সদস্যদের নাম আহ্বায়ক /সদস্য সচিবের কাছে জমা দিতে বলা হয়েছে।