অষ্টগ্রাম টাইগার স্পোর্টিং ক্লাব এর ফাইনাল ও পুরস্কার বিতরণ

আপডেট : February, 25, 2023, 10:46 pm

জুলফিকার আলম :

কুমিল্লা জেলার লাঙ্গলকোটে অষ্টগ্রাম টাইগার স্পোর্টিং ক্লাব এর আয়োজনে অষ্টগ্রাম এয়ার ইন্টার্নেশনাল গোল্ডকাপ লংপিছ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরনী শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

বক্সগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার আলহাজ্ব সালেহ আহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমেরিকান প্রবাসী আলমগীর কবির লাভলু।

অনুষ্ঠানে অষ্টগ্রাম টাইগার স্পোর্টিং ক্লাব এর সদস্য কামরুল হাসান রিদয় এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বক্সগঞ্জ ইউপি সদস্য এইচ এম সাকের মিয়াজি, ডাক্তার মির আহাম্মদ ভূঞা বাবুল, ব্যবসায়ী জোবায়ের হোসেন রুবেল। খেলায় তেতৈয়া একতা সংসদ ক্লাব বনাম কর্তাম ক্রীয়া চক্র গুনবতী প্রতিদ্বন্দ্বিতা করেন। খেলায় তেতইয়াকে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন অর্জন করেন কর্তাম ক্রীয়া চক্র গুনবতী।