

শহর প্রতিনিধ
সংবাদদাতা ও স্থানীয় সূত্রে জানাযায়, ১১ (এপ্রিল) মঙ্গলবার বিকেলে শহরের শহীদ শহিদুল্লাহ কায়সার সড়ক সংলগ্ন ফোকাস বিশ্ববিদ্যালয় কোচিং সেন্টার এর সমাপনী অনুষ্ঠান চলাকালে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরা তাদেরকে আটক করে।
পরে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ ও মডেল থানা পুলিশ যৌথ ভাবে তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ফেনী মডেল থানায় নিয়ে আসে।
আটককৃতদের মধ্যে অনেকেই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ও ভর্তি পরীক্ষার পরীক্ষার্থী রয়েছে বলে জানা যায়।
থানায় আটককৃত ছাত্রদের দেখতে আশা অনেক স্বজনদের দাবি তাদের মধ্যে অনেকই আওয়ামীলীগ, পলিশ ও মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান রয়েছে, তারা তাদের সন্তানদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার উত্তীর্ণ হওয়ার জন্য ফোকাস কোচিং সেন্টারে দিয়েছে। তারা কোন দলের সাথে জড়িত নয় বলেও দাবি স্বজনদের।
এদিকে কোচিং সেন্টার কর্তৃপক্ষ সাংবাদিকদের জানান, তারা নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার তাদের একটি ব্যাচের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণী চলছিল। সেখানে জামায়াত বা শিবিরের কোন কর্মসূচি ছিল না।
ফেনী মডেল থানার ওসি মো. নিজাম উদ্দিন ফেনীর প্রত্যয়কে জানান, কোচিং সেন্টারের আড়ালে জামায়াত-শিবিরের কর্মীরা সংগঠিত হয়ে সেখানে নাশকতার পরিকল্পনা করছিল। আমরা সেখানে অভিযান চালিয়ে ৬টি ককটেলসহ ২৬ জনকে আটক করেছি। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে বুধবার (১২ এপ্রিল) আদালতে পাঠানো করা হবে।