

নিজস্ব প্রতিনিধি:
ছাগলনাইয়া পৌরসভার ৪নং ওয়াডস্থ রেজুমিয়া বাজার সংলগ্ন ৪ শতাংশ জমি জবরদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগী কাজী আবুল কালামের ছেলে কাজী আলাউদ্দিন শিপন। শুক্রবার বিকালে ফেনীর একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি দাবী করেন। তাদের পাশর্^বর্তী ছিদ্দিকুর রহমানের ছেলে অহিদুর রহমান, সফিকুর রহমান ও মফিজুর রহমানের ছেলে মামুন ও মাফুজরা বেআইনীভাবে পুকুরে ৪ শতাংশ জায়গা দখল করে সীমানা দিয়েছে।
শিপন সংবাদ সম্মেলনে দাবী করেন, আমরা সবাই দেশের বাহিরে থাকি। বাড়িতে আমার অসুস্থ্য বাবাকে প্রতিপক্ষের লোকজন জমি মাফঝোপ করার দাওয়াত দেয়। আমার বাবা আমরা দেশে আসলে জমি মাফঝোপ করার অনুরোধ করেন। কিন্তুু প্রতিপক্ষের লোকজন আমাদের অনুপস্থিতিতে জায়গা মাফঝোপ করে নিজেদের ইচ্ছেমত ৪ শতাংশ জায়গা দখলে নেন।
তিনি জানান, ৩৪৬ খতিয়ানের ডিপি ৩২০, সাবেক দাগ ৫০৭/৫১০, হাল ৮৪৫ এর পুকুর ও পুকুরের পাড়ে মোট ১০৮ শতাংশ জায়গা রয়েছে। তন্মধ্যে ১৬ শতাংশ সরকারী রাস্তার কাজে ব্যবহৃত হয়েছে। বাকী আমার বাবা আবুল কালামের ১৭ শতাংশ, অহিদুর রহমানের ৪৫ শতাংশ ও কামাল, সালামের ৩০ শতাংশ ভুমির মালিক। কিন্তুু আমাদের অনুপস্থিতিতে জায়গা মাফঝোপ করে অহিদুর রহমান গংরা ৪ শতাংশ জমি জবর দখলে নেয়। এতে করে আমাদের অংশ ১৭ শতাংশের স্থানে ১৩ শতাংশে নেমে আসে। এ বিষয়ে আমরা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের শরণাপর্ণ হলে আগামী ৩ জুলাই তারিখে শুনানির ধায্য তারিখ নির্ধারণ করা হয়। কিন্তুু প্রতিপক্ষের লোকজন আইনের তোয়াক্কা না করে পুকুরের মাঝখানে বেড়া দিয়ে সীমান্ত প্রাচীর নির্মাণ করেছে।
এমতাবস্থায় আমরা আমাদের পুকুরের মালিকানায় প্রকৃত অংশ বুঝে পেতে চাই। এ বিষয়ে আমরা সবার সহযোগিতা ও প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করছি।