সম্পত্তির লোভে সোনাগাগীতে আপন ভাই’কে হত্যার উদ্দেশ্যে হামলা: থানায় মামলা, চোট ভাই ওহাব পলাতক-

আপডেট : August, 19, 2023, 10:55 pm

সোনাগাজী প্রতিনিধি : সোনাগাজীতে পারিবারিক বিরোধ কে কেন্দ্র করে শুক্রবার (১৮আগষ্ট) উপজেলার চরমজলিশপুর গ্রামে বড় ভাইয়ের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

এই ঘটনায় হামলার শিকার বড় ভাই আবদুস সামাদ বাদী হয়ে ছোটভাই আবদুল ওহাবের নামে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, পরিবারের ৫ভাইয়ের আয়ে ঢাকার টঙ্গীতে তৈরী ভবন ও ভূমি পিতা কে ফুসলিয়ে নিজের নামে করে নেন, এই নিয়ে আবদুল ওহাবের সাথে অপরাপর ভাই ভাতিজাদের সাথে মনোমালিন্য শুরু হয়।

এই নিয়ে ভবন ভূমি সহ অন্যান্য সম্পত্তির বিষয়ে শুক্রবার রাতে একটি পারিবারিক বৈঠক হয়, বৈঠক চলাকালে এক পর্যায়ে ছোটভাই আবদুল ওহাব ক্ষিপ্ত হয়ে বড় ভাই আবদুস সামাদ কে অকথ্য ভাষায় গালাগাল করে এবং কিল ঘুষি লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে ফুলাজখম করে এবং গলা চেপে ধরে নি:শ্বাস বন্ধ করে মেরে পেলার চেষ্টা করে।

উপস্থিত অন্যান্যরা তাকে বাঁচাতে এগিয়ে আসলে আবদুল ওহাব তাদের কে ও গালাগাল করে এবং কোনপ্রকার বাড়াবাড়ি করলে খুন করে লাশ ঘুম করে পেলার হুমকি দেয়।

ক্ষতিগ্রস্থ বড়ভাই আবদুস সামাদ বলেন, সম্পদের মোহে কোন মানুষ এত নিষ্ঠুর আচরণ করতে পারে তা ভাবতেও কষ্ট হয়। আমি আমার অপরাপর ভাই ও ভাতিজারা এমন নিকৃষ্ট কর্মের দৃষ্টান্তমূলক বিচার চাই এবং পারিবারিক সম্পত্তি নিয়ে জামেলার একটা সুন্দর সমাধান চাই।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ হাসান ইমাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।