নিজস্ব প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠনের দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ।
সোমবার (১ জানুয়ারি) মুজিবুল আলমের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম।
মাওলানা এ টি এম মা’ছুম বলেন, ‘দেশকে ধ্বংসের হাত থেকে উদ্ধারের লক্ষ্যে তামাশার নির্বাচন বাতিল, সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, রাজনৈতিক মিথ্যা মামলা প্রত্যাহার, ফরমায়েশি রায়ে প্রদত্ত সাজা বাতিলসহ গ্রেপ্তারকৃত সব নেতাকর্মীর মুক্তির দাবিতে আমি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সারা দেশে আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি পর্যন্ত লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিচ্ছি। ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করে আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আমি জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী এবং সংগ্রামী দেশবাসীর প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।’
E-Mail: alokitosomoy24@gmail.com, Phone: 01711-186925,+8801319-229595