দাগনভূঞা প্রবাসী ফোরামের ৪র্থ বর্ষপূতি উদযাপন ও প্রাদেশিকা কমিটি গঠন

আপডেট : May, 5, 2024, 11:16 am

দাগনভূঞা(ফেনী) প্রতিনিধি:

বিশ্ব জুড়ে ভ্রাতৃত্বের সেতু বন্ধন এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীর দাগনভূঞা প্রবাসীদের মানবিক সংগঠন দাগনভূঞা প্রবাসী ফোরামের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা অনুষ্ঠান ও ফোরামের ইউনাইটেড দুবাই ও সৌদি আরবের দাম্মামের প্রাদেশিক কমিটি ঘোষণা ৪ মে শনিবার সন্ধ্যায় স্থানীয় ফুড ফরেস্ট রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ফোরামের স্থানীয় কমিটির সভাপতি পেয়ার আহমেদের সভাপতিত্বে ও সাংবাদিক এম. শরীফ ভূঞার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন ফোরামের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা রফিক উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক মিহির মাহবুব, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাকির হোসেন, স্থানীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউছুফ মিয়া, ফোরামের সাংগঠনিক সম্পাদক মুজাহিদ শেখ। এসময় আরো উপস্থিত ছিলেন প্রবাসী আমির হোসেনসহ সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফোরামের কেন্দ্রীয় কমিটি ও স্থানীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। পরে কেক কেটে ফোরামের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়

উল্লেখ্য, গত ২০২০ সালের মে মাসে সংগঠনটির অনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার পর থেকে অদ্যবধী পর্যন্ত ফোরামের উদ্যোগে গরীব, অসহায়, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী, অসচ্ছল প্রবাসীদের পরিবার ও দুরারোগ্য আক্রান্ত গরীব অসহায়দের উন্নত চিকিৎসা সেবার খরচসহ ১১৩ টি আবেদনের প্রেক্ষিতে প্রায় ১ কোটি ২১ লাখ টাকা হস্তান্তর করা হয়েছে।