
যৌথ বাহিনীর অভিযান ও বাজার মনিটরিংয়ে পদক্ষেপ
আজমির মিশু,পরশুরাম প্রতিনিধি
পরশুরাম উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমানের সভাপতিত্বে মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো হারুন,পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান,বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র প্রতিনিধি আব্দুল কাদের মিনার, জাহাঙ্গীর আলম,
পল্লী বিদ্যুতের প্রকৌশলী বিমল চন্দ্র সেন, বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু ছিদ্দিক, পরশুরাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান,বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রেহানা আক্তার,মির্জানগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সামছুল আলম,বিজিবি’র শ্রীপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার জমসেদুল আলম প্রমুখ।
আইনশৃঙ্খলা কমিটির সভায় রমজানে বাজার মূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং,সন্ত্রাস প্রতিরোধে যৌথ বাহিনীর কার্যক্রম শুরু করা হবে বলে জানানো হয়।