প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৩, ২০২৫, ৪:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২, ২০২৫, ৬:৪৪ পি.এম
ঢাকায় নেমে যা বললেন হামজা
ক্রীড়া প্রতিবেদকঃ
অল্পতেই কত গল্প লিখে বসেছেন হামজা চৌধুরী। ইংলিশ লিগে খেলা মিডফিল্ডার স্বপ্ন দেখেছেন, কোটি ভক্তকে দেখিয়েছেন। বাংলাদেশ দলের হয়ে খেলেছেন, খেলবেন—এতটুকুতেই ফেলেছেন বড় ছাপ। আজ দেশে ফিরেছেন হামজা, ঢাকায় পা রেখেই দুটি ম্যাচ জয়ের প্রত্যয় শুনিয়েছেন।
জুনের প্রথম ১০ দিনের মাঝে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। ৪ তারিখ ভুটানের এবং ১০ জুন এএফসি এশিয়ান কাপে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ওই দুই ম্যাচ সামনে রেখেই ফিরেছেন হামজা। তবে পরশু ভুটানের বিপক্ষে খেলবেন কিনা, তা নিশ্চিত নয়।
আজ সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল হামজার। তবে ফ্লাইট দেরি হওয়ায় ১০টা ৫৫ মিনিটে অবতরণ করেন। বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে উঠেছেন তিনি। পরে যোগ দিবেন অনুশীলনে।
তার আগে বিমানবন্দরে তাকে ঘিরে ধরে সাংবাদিকেরা। এসময় হামজা বলেন, ‘আমাদের ভালো সুযোগ আছে। দুটো ম্যাচই আমরা জিতব ইনশাআল্লাহ।’

‘আমাদের ভালো সুযোগ আছে। দুটো ম্যাচই আমরা জিতব ইনশাআল্লাহ।
’ভারতের শিলংয়ে গত মার্চে এশিয়ান কাপের বাছাইয়ের স্বাগতিক দেশটির বিপক্ষে খেলেছিলেন হামজা। অভিষেক ম্যাচেই দেখিয়েছিলেন দাপট। এরপর আজ আবার ফিরলেন। এখনও দেশের মাটিতে খেলা হয়নি হামজার, খুব দ্রুতই সেটিও হয়ে যাবে।
তারকাদের নিয়েই বাংলাদেশ দল ঘোষণা করেছে বাফুফে। ২৬ সদস্যের প্রাথমিক দল ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। পরে সিঙ্গাপুরের বিপক্ষে ১০ জুন গুরুত্বপূর্ণ ম্যাচ। দুটি ম্যাচই হবে ঢাকা স্টেডিয়ামে। হামজার সঙ্গে যোগ দিয়েছেন আরও দুই প্রবাসী খেলোয়াড়। ফাহমেদুল ইসলাম চলে এসেছেন, সামিত সোমও চলে আসবেন পরশু ভোরে
E-Mail: alokitosomoy24@gmail.com, Phone: 01711-186925,+8801319-229595
Copyright @ 2023 Alokito Somoy 24. All rights reserved