পরশুরামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দুই বোন’কে গরু উপহার দিল বিএনপি নেতা মজনু

আপডেট : June, 2, 2025, 12:02 pm

ফেনী প্রতিনিধিঃ
 ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের মির্জানগর গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দরিদ্র পরিবারকে দুটি গরু উপহার দেওয়া হয়েছে।
রবিবার (২৫মে) বিকেলে ঢাকা দক্ষিণ বিএনপির আহবায়ক ও ফেনী ১ আসনের সাংগঠনিক সমন্বয়ক মুন্সি রফিকুল আলম মজনু অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে উপস্থিত হন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পরশুরাম পৌরসভার সাবেক মেয়র আবু তালেব, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হালিম মানিক, উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার,উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক এডভোকেট আব্দুল আলিম মাকসুদ, মির্জানগর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মজুমদার বিএনপির সাধারণ সম্পাদক খোন্দকার জাহিদ হােসেন, পৌর যুব দলের আহ্বায়ক মোস্তফা খোকন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুল প্রমুখ।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
 গত ১১ এপ্রিল গভীর রাতে দক্ষিণ মির্জানগর গ্রামের আসমা আক্তার ও সুরমা আক্তারের বসত বাড়িতে রাতের অন্ধকারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।এতে দুই পরিবারের গৃহপালিত পশু একটি গরু ও দুটি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।এছাড়া গরু রক্ষা করার জন্য চেষ্টা করলে হাত পুড়ে যায়। এতে দুই পরিবারের ৪ লক্ষ টাকার অধিক ক্ষতি হয়।
ফলে দরিদ্র পরিবার দুটি আরো ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকান্তের বিষয়টি মিডিয়ায় ছড়িয়ে পড়লে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে, ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য
ঢাকার দক্ষিণ  বিএনপির আহ্বায়ক ফেনী ১ আসনের নির্বাচনী সমন্বয়ক রফিকুল আলম মজনু কে নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে দুইটি গরু দেন মজুন।